সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খবরের শিরোনামে এখন একটাই নাম রানু। মুম্বইয়ের ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্লে-ব্যাক গায়িকা হিসেবে এবার বোধহয় নিজের জায়গাটা পাকাই করে ফেললেন রানাঘাটের রানু মণ্ডল। কারণ, ‘তেরি মেরি কাহানি’র পর বাংলার রানুকে দিয়ে আরও একটি গান রেকর্ড করালেন হিমেশ রেশমিয়া।
তা এবার কোন গান গাইলেন রানু? হিমেশ অভিনীত এবং প্রযোজিত ‘হ্যাপি হার্ডি অ্যান্ড হির’ ছবিরই আরও একটি গান তাঁকে দিয়ে গাওয়ালেন। গানের নাম ‘আদত’। সংগীতকার হিমেশ রেশমিয়া শুক্রবার নিজে সেই গান রেকর্ডের ভিডিও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে শেয়ার করেছেন। আর আপলোডের পরই ইতিমধ্যেই দর্শকের সংখ্যা ছাড়িয়েছে দেড় লক্ষেরও বেশি। ইনস্টাগ্রামে হিমেশ লিখেছেন, “তেরি মেরি কাহানির পর ‘হ্যাপি হার্ডি অ্যান্ড হির’-এর আর একটি গান ‘আদত’ রেকর্ড করলেন রানু মন্ডল।’’
দিন কয়েকের মধ্যেই হিমেশ-রানুর ‘তেরি মেরি কাহানি’র সফর মোবাইলে মোবাইলে। সে গ্রামবাংলা হোক কিংবা শহর। কারণ, এই মহিলা কণ্ঠ মাতিয়েছে আট থেকে আশি সবাইকে। চায়ের ঠেক, সবজি বাজার থেকে সেলুন, পাড়ার মোড়ের আড্ডা থেকে হেঁশেল, রানুদির চর্চায় মশগুল এখন সবাই। আর ঠিক তার দিন কয়েকের মধ্যেই ‘আদত’ গাইলেন তিনি। এই গানও যে মন ছুঁয়ে যাবে শ্রোতাদের, তা সম্প্রতি এক সাক্ষাৎকারে হলফ করে বলেছেন হিমেশ খোদ।
কেবল গানের গলার জোরেই রানু এখন সোশ্যাল মিডিয়ার ‘সুরসম্রাজ্ঞী’। তাঁর গান শুনে শ্রোতাদের মন ভিজেছে বটে, তবে এই আচমকা গগনচুম্বী সাফল্য কিংবা, ভাগ্যের চাবিকাঠি হাতে পাওয়া নিয়ে ইতিমধ্যেই তাঁকে ঘিরে শুরু হয়েছে বিতর্ক। অতীন্দ্র চক্রবর্তী নামে যেই ব্যক্তির দৌলতে রানাঘাট স্টেশন থেকে মুম্বইয়ে হিমেশের রেকর্ডিং স্টুডিও অবধি পৌঁছলেন, সেই সহৃদয় ব্যক্তিকেই ‘ভগবানের চাকর’ বলে নেটিজেনদের রোষানলে পড়েছেন রানু মারিয়া মণ্ডল। বাংলার রানুকে নিয়ে গর্বের পাশাপাশি এমন মন্তব্য শুনে অনেকেই কিন্তু ‘অকৃতজ্ঞ’ আখ্যা দিয়ে তাঁর বিরুদ্ধে রাগে ফুটছেন। তাঁর ঔদ্ধত্য দেখে অবাক নেটিজেনরা।
ইতিমধ্যেই রানুকে নিয়ে বায়োপিকের ইচ্ছেপ্রকাশ করেছেন গায়ক সিধু। রানুর ‘ভগবানের চাকর’ অতীন্দ্রর সঙ্গে ইতিমধ্যেই প্রাথমিক পর্যায়ে কথাও সেরেছেন। রানুকে ট্রোল করে পড়শি রাজ্যের অভিনেতা পাপু পমপম পড়েছেন বিপাকে। তিনি নাকি রানাঘাট স্টেশনের আগে মুম্বইয়ে অভিনেতা ফিরোজ খানের বাড়ির পরিচারিকা ছিলেন, সে খবরও চাউর হয়েছে। এককথায়, রানাঘাটের রানু এখন চর্চিত-সমালোচিত।
নতুন ভিডিওতে দেখা যাচ্ছে, ‘তেরি মেরি কাহানি’ গানের রেকর্ডিংয়ের মতোই রানুর পাশে দাঁড়িয়ে রয়েছেন এবং তাঁকে উৎসাহিত করছেন সংগীতকার হিমেশ। তবে এবার আর আগের মতো নয়, বরং রেকর্ডিংয়ের সময় আগের থেকে আরও অনেক বেশি আত্মবিশ্বাসী দেখাচ্ছিল রানাঘাটের রানুকে। দেখুন সেই ভিডিও-
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.