Advertisement
Advertisement

প্রথমবার মেয়ে আদিরার ছবি প্রকাশ করলেন রানি!

৮ মাসের আদিরার ছবি এক ঝলেকেই সকলের মন গলাবে৷

Rani Mukerji shares first pics of her daughter Adira
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 11, 2016 12:14 pm
  • Updated:September 12, 2019 4:07 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডিসেম্বরে মা হয়েছেন রানি মুখোপাধ্যায়৷ কিন্তু মেয়ে আদিরার জন্মের পর থেকেই বেশ প্রচারবিমুখ হয়ে রয়েছেন বলিউডের বাঙালি সুন্দরী৷ আদিত্য এবং রানি কেউই সংবাদমাধ্যমের সঙ্গে ছোট্ট আদিরার পরিচয় করিয়ে দেননি৷ প্রচারবিমুখ রানি মন দিয়ে সংসারধর্ম পালন করে চলছিলেন এতদিন৷ কিন্তু এতদিন পরে মনে হয় ভক্তদের কথা মনে পড়েছে অভিনেত্রীর৷ আর তাই নিজের মেয়ের সঙ্গে সকলের পরিচয় করিয়ে দিতে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে আদিরার ছবি আপলোড করেছেন রানি৷

সোমবার সকালে আদিরার ছবি ইনস্টাগ্রামে আপলোড করেন তিনি৷ এর কিছুদিন আগে মেয়ের ঘরের ছবিও তিনি নিজের ইনস্টাগ্রামে প্রোফাইলে আপলোড করেছিলেন৷ ৮ মাসের আদিরার ছবি এক ঝলেকেই সকলের মন গলাবে৷

Advertisement

দেখে নিন সেই ছবি:

baby

Untitled

Untitled34545

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement