Advertisement
Advertisement

প্রথম দিনেই রেকর্ড ব্যবসা ‘সঞ্জু’র, ছাপিয়ে গেল সলমনের ‘রেস থ্রি’কে

কত টাকা আয় হল জানেন?

Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 30, 2018 4:19 pm
  • Updated:June 30, 2018 4:19 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অগ্রিম বুকিং থেকেই আন্দাজ করা গিয়েছিল। প্রথমদিন থেকেই মিলতে শুরু করল অঙ্ক। বলিউডের খলনায়কের জীবন কাহিনি দেখতে প্রেক্ষাগৃহে উপচে পড়েছিল ভিড়। সকালের শোয়ের টিকিট পাওয়াও ছিল দুষ্কর। দর্শকদের প্রশংসা তো পেয়েইছে, সমালোচকদেরও স্তুতি পেয়েছে পরিচালক রাজকুমার হিরানির ‘সঞ্জু’। নিজের জাত চিনিয়ে দিয়েছেন রণবীর কাপুর। কোথাও মনে হয়নি, নকল করার চেষ্টা করেছেন। বরং একটা রক্তমাংসের মানুষকে পর্দায় তুলে ধরেছেন তিনি। যা প্রথম দিনেই রেকর্ড ব্যবসা করল দেশে। এখনও পর্যন্ত চলতি বছরের প্রথম দিনের ব্যবসার নিরিখে সবচেয়ে এগিয়ে ছিল সলমন খানের ‘রেস থ্রি’। মাত্র দুই সপ্তাহেই ভাইজানের ছবিকে সে আসন থেকে নামিয়ে দিল রণবীরের ‘সঞ্জু’। চলচ্চিত্র সমালোচক তরণ আদর্শ যা পরিসংখ্যান দিয়েছেন, তার বিচারে চলতি বছরে প্রথম দিনের ব্যবসার নিরিখে সবচেয়ে বেশি আয় করেছে প্রযোজক বিধু বিনোদ চোপড়ার ‘সঞ্জু’-ই।

[মত দিল না বিশ্বভারতী, শান্তিনিকেতনে হচ্ছে না প্রিয়াঙ্কার ছবির শুটিং]

Advertisement

চলতি বছরের শুরুতেই মুক্তি পেয়েছিল সঞ্জয় লীলা বনশালির বহু চর্চিত ছবি ‘পদ্মাবত’। প্রথম দিনে সে ছবি আয় করেছিল ১৯ কোটি টাকা। সেই রেকর্ড ভাঙে টাইগার শ্রফ ও দিশা পাটানির ‘বাঘি টু’। ২৫ কোটি টাকার বেশি ব্যবসা করেছিল সে ছবি। একেই টপকে ১৫ জুন ২৯.১৭ কোটি টাকার ব্যবসা করে সলমন খানের ‘রেস থ্রি’। প্রথম দিনের ব্যবসার বিচারে এ বছর তাই-ই ছিল বলিউডের সবচেয়ে সফল সিনেমা। কিন্তু সপ্তাহ দু’য়েক যেতে না যেতেই সে তকমা ছিনিয়ে নিল রণবীর কাপুরের ‘সঞ্জু’। কারণ রাজকুমার হিরানির ছবির প্রথম দিনের আয় ৩৪.৭৫ কোটি টাকা।

 

[বক্ষযুগল নিয়ে অশালীন মন্তব্য শুনতে হয়েছিল, বিস্ফোরক দীপিকা]

করণ জোহরের নামে উতরে গিয়েছিল ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’। কিন্তু ‘জগ্গা জাসুস’ বক্স অফিসে ডাহা ফেল। ক্যাটরিনার সঙ্গে বিচ্ছেদের পর থেকেই রণবীরের জীবনে হিটের খরা যাচ্ছিল। এমন সময় হিটের শীতলতা আনতে চলেছে ‘সঞ্জু’। এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। কারণ প্রথম দিনের আয়ের বিচারে এ ছবি রণবীরের কেরিয়ারেরও সবচেয়ে সফল ছবি হতে চলেছে। অনেকেই বলতে শুরু করেছেন, আলিয়ার আগমনে নায়কের লেডি লাকও ফিরেছে। তবে ‘সঞ্জু’-র সাফল্যের ক্রেডিট পুরোটাই রণবীরের। নিজের অভিনয় প্রতিভা নিয়ে যাবতীয় সংশয় দূর করেছেন অভিনেতা নিজেই।

[OMG! গ্লাসগোর রাস্তায় এমন কথাও শুনতে হল অমিতাভকে!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement