Advertisement
Advertisement

Breaking News

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসবেন রণবীর-আলিয়া!

দীপিকা-রণবীর, নিক-প্রিয়াঙ্কার পরই পালা এই তারকাদের?

Ranbir Kapoor and Alia Bhatt to tie the knot next year!
Published by: Sayani Sen
  • Posted:October 29, 2018 2:19 pm
  • Updated:October 29, 2018 2:19 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বি-টাউনে বইছে ফাগুন হাওয়া৷ লেগেছে একের পর এক বিয়ের ধূম৷ এবার বিয়ের ফুল ফুটতে চলেছে আলিয়া ভাট ও রণবীর কাপুরের৷ শোনা যাচ্ছে, আগামী বছরেই নাকি বিয়ে করতে চলেছেন দুই তারকা৷ যদিও এ বিষয়ে এখনও কিছু জানাননি আলিয়া-রণবীর কিংবা তাঁদের পরিবারের কেউই৷

[আগামী বছর চারহাত এক হবে মালাইকা-অর্জুনের!]

১৪ ও ১৫ নভেম্বরে ইটালির লেক কোমোতে গাঁটছড়া বাঁধবেন দীপিকা-রণবীর৷ এই সেলিব্রিটি তারকাকে দিয়েই শুরু৷ এরপরই ডিসেম্বরে নাকি বিয়ে করতে পারেন ‘দেশি গার্ল’৷ শোনা যাচ্ছে, ১ ডিসেম্বর যোধপুরের উমেশ ভবনে নাকি নিক জোনাসকে বিয়ে করবেন তিনি৷ এবার পালা আলিয়া ভাটের৷ রণবীর কাপুরের সঙ্গে আগামী বছরেই ছাঁদনাতলায় যেতে চলেছেন আলিয়া৷ দুজনের প্রেমই বলিউডে এখন ওপেন সিক্রেট৷ কাপুর এবং ভাট পরিবার স্বীকার করে নিয়েছেন প্রেমের কথা৷ তবে বিয়ের কথা এখনও পরিবারের তরফে জানানো হয়নি৷ কোথায় এবং কবে বিয়ের আসর বসতে চলেছে, সে বিষয়েও এখনও ধোঁয়াশা রয়েছে৷ কারাই বা থাকবেন আমন্ত্রিতদের তালিকায়, সে বিষয়েও এখনও কিছুই জানা যায়নি৷ কাপুর পরিবারের অত্যন্ত ঘনিষ্ঠ একটি সূত্রের খবর, রণবীরের পরিবারের সকলেই মেনে নিয়েছে আলিয়াকে৷ রণবীরের বাবা, মা, বোন এবং পরিবারের বাকি সকলের কাছেই আলিয়া অত্যন্ত আদরের৷ রণবীরও চান শুভ কাজ সেরে ফেলতে৷ তাই এবার হয় তো খুব তাড়াতাড়ি বিয়ে করে নেবেন আলিয়া-রণবীর৷ তবে বাধ সাধছে ঋষি কাপুরের শারীরিক অসুস্থতা৷ চিকিৎসার জন্য আপাতত বিদেশে রয়েছেন তিনি৷ বিয়ের দিন স্থির করার আগে তাই ঋষি কাপুরের সেরে ওঠার অপেক্ষা করছেন রণবীর-আলিয়া৷

Advertisement

[বিয়ের তারিখ নিয়েও রেষারেষি প্রিয়াঙ্কা-দীপিকার? গুঞ্জন বি-টাউনে]

করিশ্মা-করিনার মা ববিতা এবং ঋষি কাপুরের স্ত্রী নীতু সিং বিয়ের পর অভিনয় ছেড়ে দিয়েছিলেন৷ আলিয়া বিয়ের পরেও সমানতালে অভিনয় চালিয়ে যাবেন কিনা, সে বিষয়েও এখনও খোলাখুলিভাবে কিছু জানাননি৷ সূত্রের খবর, কাপুর পরিবারের বধূ আলিয়াও অভিনয় ছাড়বেন না৷ একইভাবে চালিয়ে যাবেন তাঁর কেরিয়ার৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement