সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একদিকে যখন গোটা দেশজুড়ে ধুমধাম করে পালিত হচ্ছে শিশু দিবস, সেখানে এই বিশেষ দিনটিকেই শিশুদের আক্রমণ করার জন্য বেছে নিলেন বলিউড পরিচালক রাম গোপাল ভার্মা। শিশু দিবস উপলক্ষে এদিন পরিচালক বেশ কয়েকটি টুইট করেন। যাতে শিশুদের তিনি ‘কামিনা’, ‘হিংস্র’, ‘নৃশংস’ বলে উল্লেখ করেন।
এতেই থেমে নেই রামুর আজব কীর্তিকলাপ। ক্রমাগত টুইটের মাধ্যমে তিনি শিশুদের বিষয়ে একাধিক মন্তব্য করেন যা প্রমাণ করে, শিশুরা ছোট হওয়ার ফায়দা তোলে। নিজেদের শিশুসুলভ আচরণের সুযোগ নেয়। রামু বলেন, “শিশুরা আসলে হিংস্র। তাঁরা পতঙ্গদের নৃশংসভাবে হত্যা করে।” শুধু তাই নয়, রামু বলেন, “শিশুরা যদি সরলমতিই হয় তবে হিটলার, ওসামা বিন লাদেন এবং কাসভরাও শিশু হিসাবে সোজা-সরল ছিল”
রামুর এই বক্তব্যকে কেন্দ্র স্বভাবতই বিতর্কের ঝড় ওঠে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে। তাঁর এই বক্তব্যের নিন্দা করেছে বলিউডের একাংশ।
I have a strong suspicion that children just pretend to have child like minds so that they can fool adults #HappyChildrensDay
— Ram Gopal Varma (@RGVzoomin) 14 November 2016
Innocent children are a myth..Who among us remember being innocent when we were kids?..I always was a kameena even when I was 4 years old
— Ram Gopal Varma (@RGVzoomin) 14 November 2016
Adults are far more sensitive than children ..Proof is it’s children who brutally torture and kill insects and we rarely see an adult do it
— Ram Gopal Varma (@RGVzoomin) 14 November 2016
If children are born innocent,then are the parents and teachers responsible for corrupting them as they keep growing and become adults?
— Ram Gopal Varma (@RGVzoomin) 14 November 2016
If all children are innocent,were Hitler,Osama Bin Laden and Kasab innocent too when they were kids?..just asking
— Ram Gopal Varma (@RGVzoomin) 14 November 2016
Children are ignorant and not innocent because the moment they get enough knowledge they become more kameena than adults
— Ram Gopal Varma (@RGVzoomin) 14 November 2016
Children r more mean nd cruel than adults bcos many times its children who grow up nd kick out parents but parents rarely kick out children
— Ram Gopal Varma (@RGVzoomin) 14 November 2016
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.