সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সদ্য পেরিয়েছে হোলি৷ এখনও হাতে-মুখে লেগে আছে রং৷ সোশ্যাল মিডিয়া জুড়ে রঙিন ছবির ছড়াছড়ি৷ তাতেই ফিরছে নানা রংয়ের স্মৃতি৷ তবে সে সব স্মৃতিকে ছাপিয়ে যেতে পারেন রাখি সাওয়ান্ত৷ সম্প্রতি তিনি হোলি খেলার যে স্মৃতি ভাগ করে নিয়েছেন তা রীতিমতো চমকপ্রদ৷
[ পুরুষদের হস্তমৈথুনেও ধার্য হচ্ছে জরিমানা! ]
কী করতেন রাখি হোলিতে? এমনিতে তো তাঁকে ঘিরে বিতর্কের অন্ত নেই৷ যে কোনও বিতর্ক নিজেই তৈরি করে প্রচারের আলো নিজের দিকে ঘুরিয়ে নেন৷ হোলি হোক বা দিওয়ালি- রাখি বা পুনম পাণ্ডেদের মধ্যে যেন প্রতিযোগিতা চলে৷ কে বেশি নজর কাড়বেন, তার হুড়োহুড়ি পড়ে যায়৷ এই হোলিতেও উত্তেজক ভিডিও পোস্ট করে ফ্যানদের শুভেচ্ছা জানিয়েছিলেন পুনম৷ সে ভিডিও নিয়ে রীতিমতো হইচই পড়েছে৷ আর এই হইচইয়ের বাজারে রাখিই বা কেন দূরে থাকবেন! তাই দোলের রং ফিকে হতে না হতেই বিস্ফোরক বলিউডের ‘কন্ট্রোভার্সি কুইন’৷ জানালেন, ছোটবেলা থেকেই হোলি সেলিব্রেট করতে ভালবাসেন তিনি৷ জল বেলুনে রং ভরে তা ছুড়ে মারতেন এর ওর দিকে৷ কিন্তু যখন বেলুন থাকত না, তখন কী করতেন? কেন হাতের সামনে কন্ডোম তো আছে৷ কন্ডোমেই রং ভরে নাকি ছুঁড়ে মারতেন রাখি৷
[ জোর করে ধর্মান্তকরণ ইসলামে অপরাধ, কবুল পাক প্রধানমন্ত্রীর ]
কিন্তু প্রশ্ন হল, অত ছোটবেলায় কন্ডোম নিয়ে খেলতেন রাখি? রাখি জানাচ্ছেন, তখন তিনি জানতেন না কন্ডোম কী জিনিস, বা কী কাজে লাগে৷ তাই তা নিয়ে খেলতেও তার কোনও বাধত না৷ এখন অবশ্য তিনি সবই জানেন৷ তবে এখন ছোটবেলার সে স্মৃতি ভাগ করে নিতেও তাঁর অবশ্য বাধছে না৷
[ ট্রেলারে দেখা দিলেন ‘বেগম জান’ ]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.