সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার নেটফ্লিক্স অরিজিনালে আসতে চলেছেন ঋষি কাপুর। তাও আবার ছোট ছবি নিয়ে। ঋষি কাপুর অভিনীত এই স্বল্প দৈর্ঘ্যের ছবিটির নাম ‘রাজমা চাউল’। শুক্রবার থেকেই নেটফ্লিক্সে দেখা যাবে ছবিটি৷
সোশ্যাল মিডিয়ার যুগে একটি পরিবারের মিষ্টি গল্প নিয়ে ‘রাজমা চাউল’-এর প্রেক্ষাপট তৈরি করেছেন পরিচালক লীনা যাদব। OTT প্ল্যাটফর্মে এই প্রথমবার ঋষি কাপুর। দিল্লির চাঁদনি চক এলাকার ওপর দৃশ্যায়িত এই ছবি। পরিবার থেকে বিচ্ছিন্ন হওয়া ছেলের সঙ্গে ঋষি কাপুরের যোগাযোগ হয় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। এই জগৎটা সম্পূর্ণ আলাদা তাঁর কাছে। বাবা-ছেলে সম্পর্কের টানাপোড়েন চিরন্তন বিষয়। আর নেটফ্লিক্সের মতো প্ল্যাটর্ফমের গ্লোবাল রিচ আছে। প্রত্যেক স্তরের মানুষের কাছে পৌঁছানোর ক্ষমতাও রয়েছে নেটফ্লিক্সের। পরিচালকের আশা, নেটফ্লিক্সের মাধ্যমে পুরো দুনিয়া চাঁদনি চকের এই পরিবারটিকে দেখতে পাবে। আর সেই অনুভূতি, রং ও পরিবারের পার্থক্য দেখতে পাবে দর্শক।
প্রযোজকদের মতে রাজমা চাওল, ইমোশনাল রোলার কোস্টার জার্নি। পরিবারের প্রত্যাশাকেও অত্যন্ত পরিমিত মোড়কে দেখানো হয়েছে এই ছবিতে। ছবিটা তৈরির মধ্যে ভালবাসা ও জেদ রয়েছে। ছবিতে ঋষি কাপুর ছাড়াও অভিনয় করেছেন অমাইরা দস্তুর, অপারশক্তি খুরানা, অনিরুদ্ধ তানওয়ার। ঋষি কাপুরের ছেলে মাথুরের ভূমিকায় অভিনয় করেছেন অনিরুদ্ধ কবীর৷ এই ছবির মধ্য দিয়েই অভিনয় জগতে পা রাখছেন তিনি৷
2 days to go… Check out “Rajma Chawal” on Netflix #NetflixOriginal 30 Nov @chintskap @aseematographer @leenayadav pic.twitter.com/UCEUOKzqyk
— swati shetty (@swatishetty) November 28, 2018
‘রাজমা চাউল’ ছবির হাত ধরেই নেটফ্লিক্সে ডেবিউ করবেন ঋষি কাপুর। পরিস্থিতির কথা ভেবে যেভাবে গল্পটি তুলে ধরা হয়েছে, তা বেশ মন ছুঁয়েছিল বিখ্যাত অভিনেতার৷ তাই পরিচালকের প্রস্তাবে সাড়া দেন ঋষি কাপুর৷ ছবির মাধ্যমে যেভাবে চাঁদনি চকের সৌন্দর্য্য তুলে ধরা হয়েছে, তাও নাকি মন ছুঁয়েছে বর্ষীয়ান এই অভিনেতার৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.