Advertisement
Advertisement

গ্রাফিক্সের কারসাজিতে কাত দর্শক, বক্স অফিস কাঁপাচ্ছে থালাইভার ‘২.০’

হলে যাওয়ার জেনে নিন কেমন হল সিনেমাটি৷

Rajinikanth's 2.O earns 73 crores
Published by: Sayani Sen
  • Posted:November 30, 2018 6:48 pm
  • Updated:November 30, 2018 6:48 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুক্তি পাওয়ার পরই রজনীকান্তের ‘২.০’ নিয়ে শুরু হয়ে গিয়েছে শোরগোল৷ হাউসফুলের পর হাউসফুল সবকটি শো৷ সবার মনে একটাই প্রশ্ন, নতুন ছবিতে এবার কী ম্যাজিক করলেন রজনীকান্ত? ভিলেন হয়ে রজনীকান্তের বিপরীতে দাঁড়িয়ে নিজেকে কী ধরে রাখতে পারলেন অক্ষয় কুমার? যদিও বক্স অফিসেই মিলছে সমস্ত প্রশ্নের উত্তর৷ মুক্তির দু’দিনের মধ্যেই সাড়ে ৭৩  কোটি টাকা আয় করল এই সিনেমা৷

[মুক্তির আগেই ৩৭০ কোটি টাকা ঘরে তুলল ‘২.০’]

রজনীকান্তের ছবি মানেই গোটাটাই এন্টারটেনমেন্ট৷ ‘২.০’-এর ক্ষেত্রেও ছক একইরকম৷ গোটা সিনেমায় এন্টারটেনমেন্টই শেষ কথা৷ তাই ‘২.০’ হলে দেখতে যাওয়ার আগে পৃথিবীর সমস্ত যুক্তি-তর্ক, কারণ-কার্য সম্পর্ক বিসর্জন দিয়ে যাওয়াই ভাল৷ কারণ, এই ছবি শুধু মুগ্ধ হয়ে গ্রাফিক্সের কারসাজি দেখার জন্যই আদর্শ৷ রজনী ও পরিচালক শংকর হাতে হাত মিলিয়ে তৈরি করেছেন ‘২.০’৷ ভরপুর গ্রাফিক্স ও চূড়ান্ত বিনোদন উপহার দিয়েছেন দর্শকদের৷ তাই গল্প হিসেবে বা ছবির শৈলী হিসেবে নতুন কিছু থাকলেও তবে রজনীর এই নতুন ছবিতে রয়েছে টানটান চিত্রনাট্য৷ আর রজনীকান্ত ও অক্ষয় কুমারের দুর্দান্ত অভিনয়৷ পরিচালক শংকরের ‘রোবোট’ ছবি যেখানে শেষ, সেখান থেকেই শুরু হয় ‘২.০’৷ বিজ্ঞানী ভাসিগরন, ‘এভিল চিট্টি’ ও ‘গুড চিট্টি’ এবং পক্ষীরাজা হিসাবে অক্ষয়কুমারের শক্তির লড়াই এই ছবির চিত্রনাট্য৷ এই ছবিতে না রয়েছে কোনও টুইস্ট আর না রয়েছে কোনও সারপ্রাইজ৷ তবুও গোটা আড়াই ঘণ্টার ছবিটি আপনি মুগ্ধ হয়ে দেখবেন গ্রাফিক্স ও রজনীকান্তের জন্যই৷ ছবির প্রথমভাগ অবশ্য নিজের মুঠোয় রেখেছেন থালাইভা৷ এদিকে দ্বিতীয়ভাগ একেবারেই অক্ষয়ের৷ আর এই দ্বিতীয়ভাগেই নিজেকে উজাড় করে দিয়েছেন তিনি৷ তবে অনেকেই বলছেন, সত্যিই নাকি থালাইভার কাছে হেরে গিয়েছেন বলিউডের খিলাড়ি কুমার৷

Advertisement

[‘২.০’-র বিরুদ্ধে এবার অভিযোগ দায়ের মোবাইল সংস্থাগুলির]

মুক্তির মাত্র দু’দিনের মাথায় বক্স অফিস কাঁপাচ্ছে ‘২.০’৷ ভারতে ইতিমধ্যেই সাড়ে ৭৩ কোটি টাকার ব্যবসা করেছে ছবিটি৷ এছাড়াও অস্ট্রেলিয়া ৫৮.৪৬ লক্ষ এবং নিউজিল্যান্ডে ১১.১১লক্ষ টাকা আয় করেছে থালাইভা-খিলাড়ি কুমারের ‘২.০’৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement