Advertisement
Advertisement
Rajanya Haldar

ফের পর্দায় রাজন্যা, কোন চরিত্রে? মহালয়ার নতুন সিনেমায় চমক

নতুন ছবিতে আর জি করের ঘটনার প্রেক্ষাপট সাজিয়েছেন পরিচালক প্রান্তিক চক্রবর্তী।

Rajanya Haldar shoots for new short film to be released in Mahalaya
Published by: Sucheta Sengupta
  • Posted:September 24, 2024 5:28 pm
  • Updated:September 24, 2024 5:41 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গান গেয়ে নজর কেড়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। যুবনেত্রী হিসেবে উঠে এসেছিলেন তৃণমূল ছাত্র পরিষদের মঞ্চে। বলা হচ্ছে রাজন্যা হালদারের (Rajanya Haldar) কথা। গান, রাজনীতির পাশাপাশি প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী অভিনয়েও বেশ দড়। ইতিমধ্যে মঞ্চ, পর্দায় নিজের প্রতিভার প্রকাশ ঘটিয়েছেন। এবার ওটিটি প্ল্যাটফর্মে তাঁর নতুন পরীক্ষা। এবছর মহালয়ায় প্রকাশ্যে আসছে তাঁর অভিনীত নতুন ছবি। নাম ‘আগমনী তিলোত্তমার গল্প’। গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন রাজন্যা। সংবাদ প্রতিদিন ডিজিটাল-এর মুখোমুখি হয়ে নিজের অভিজ্ঞতার কথা শোনালেন তিনি।

সোনারপুরের কাছে ছবির শুটিং। ছবি: বিশ্বজিৎ নস্কর।

নামটা চেনা লাগছে? মিল পাচ্ছেন? ঠিকই ধরেছেন। এই সিনেমার প্রেক্ষাপট সাজানো হয়েছে আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ-হত্যাকাণ্ডের নিরিখে। যদিও প্রেক্ষাপটটুকুই নিয়েছেন পরিচালক প্রান্তিক চক্রবর্তী। বাকি কাহিনি বৃহত্তর। শুধুই নারীদের বিরুদ্ধে যৌন অত্যাচারের কথা তুলে ধরা হচ্ছে না এই সিনেমায়। বরং সমাজের অনেক ‘তিলোত্তমা’র গল্প বলবেন পরিচালক। ছবির শুটিং শেষ হলো সোনারপুর এলাকায়। কিছু দৃশ্য শুট করা হয়েছে সোনারপুর রেলস্টেশন সংলগ্ন একটি এলাকায়। এছাড়া বারুইপুরের জুলপিয়া রোডে এই ছবির কিছুটা শুট করা হয়েছে। শুটিংয়ে দেখা গেল অপু-দুর্গার সেই ‘আইকনিক’ দৃশ্যও। যদিও এই দৃশ্যের ভূত-ভবিষ্যৎ সম্পর্কে মুখে কুলুপ পরিচালক, অভিনেতাদের।

Advertisement
মেক-আপ চলছে ছোট্ট শিল্পীর। ছবি: বিশ্বজিৎ নস্কর।

ছবির মূল চরিত্রে অভিনয় করছেন রাজন্যা হালদার। তাঁর বক্তব্য, ”এই ছবি শুধুমাত্র কোনও এক তিলোত্তমার নয়। বরং সমাজে নানা মানুষ রয়েছেন, মহিলা-পুরুষ নির্বিশেষে, যাঁরা বিভিন্ন রকমের সমস্যার শিকার। প্রতিনিয়ত তাঁদের লড়াই করতে হচ্ছে। অথচ তাঁদের অনেকেই মহিলা নন। সবার সমস্যার কথা তুলে ধরা হচ্ছে আমাদের নতুন ছবিতে।” আর জি কর আবহেই কি এমন ভাবনা? তাতে রাজন্যার উত্তর, আসলে এই যে সমাজে বার বার করে মহিলা, মহিলা করে আমাদের দিকে ইঙ্গিত করা হয়, এর মধ্যেই একটা পুরুষতান্ত্রিকতা রয়েছে। এই ছবি লিঙ্গভিত্তিক নয়। এখানে দেখানো হয়েছে আমজনতার সমস্যার কথা।”

শুটিংয়ে রাজন্য। ছবি: বিশ্বজিৎ নস্কর।

‘আগমনী তিলোত্তমার গল্প’ একটি স্বল্প দৈর্ঘ্যের ছবি। নতুন কাজ নিয়ে পরিচালক প্রান্তিক বলছেন, ”তিলোত্তমা এখানে আমাদের শহর কলকাতা, আমাদের ঘর। আমাদের এই ভিন্ন প্রয়াস আপনাদের ভালো লাগবে। সকলে ছবিটি দেখুন।” মুক্তি পাচ্ছে মহালয়ার দিন। সেদিনই আগমনীর সুরে সুরে জেগে উঠবে তিলোত্তমারা। আর নতুন চরিত্রে দেখা যাবে যুবনেত্রী রাজন্যা হালদারকে।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement