Advertisement
Advertisement

Breaking News

জীবনযুদ্ধে ইতি, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু রাজ কাপুরের স্ত্রীর

শেষকৃত্য সম্পন্ন হবে চেম্বুর শ্মশানে৷

Raj Kapoor's Wife Krishna Raj Kapoor Dies
Published by: Sayani Sen
  • Posted:October 1, 2018 12:50 pm
  • Updated:October 1, 2018 12:50 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জীবনযুদ্ধে ইতি৷ অমৃতলোকে পাড়ি দিলেন বলিউড নায়ক ও পরিচালক রাজ কাপুরের স্ত্রী কৃষ্ণা রাজ কাপুর৷ পরিবারের তরফে জানানো হয়েছে, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর৷ সোমবার ভোর পাঁচটা নাগাদ শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি৷ হৃদরোগে আক্রান্ত হয়েই মারা গিয়েছেন রাজ কাপুর ঘরনি৷ তাঁর মৃত্যুতে শোকাচ্ছন্ন গোটা পরিবার৷

[অসুস্থ ঋষি কাপুর, চিকিৎসার জন্য গেলেন আমেরিকা]

১৯৪৬ সালে রাজ কাপুরের সঙ্গে বিয়ে হয়েছিল কৃষ্ণা কাপুরের৷ ছেলে ও মেয়ে মিলিয়ে মোট পাঁচ সন্তান রয়েছে তাঁদের৷ রাজ ও কৃষ্ণার সন্তানরা হলেন, ঋষি কাপুর, রণধীর কাপুর, রাজীব কাপুর, ঋতু নন্দা এবং রিমা কাপুর৷ চেম্বুর শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে৷ রবিবারই ঋষি কাপুর চিকিৎসার জন্য মার্কিন মুলুকে পাড়ি দেন৷ ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই মায়ের মৃত্যু সংবাদে শোকার্ত ঋষিও৷

Advertisement

[কে হচ্ছেন পরবর্তী কমলিকা? প্রকাশ্যে আনলেন একতা কাপুর]

রবিনা ট্যান্ডনের টুইট থেকেই কৃষ্ণা রাজ কাপুরের মৃত্যুর খবরটি প্রথম ছড়িয়ে পড়ে৷ তিনি লেখেন, ‘‘একটি যুগের অবসান৷ কৃষ্ণা রাজ কাপুরের আত্মার শান্তি কামনা করি৷ কাপুর পরিবারকে শক্তি দিন ভগবান৷ আন্তরিক শ্রদ্ধা জানাই তাঁদের৷’’

[এবার তনুশ্রীর রোষের মুখে প্রিয়াঙ্কা, জানেন কেন?]

মাত্র কয়েক বছর আগেই কৃষ্ণা রাজ কাপুরকে পারিবারিক ক্রিসমাস পার্টিতে দেখা গিয়েছিল৷ সেখানেই শেষবার পরিবারের সকলের সঙ্গে দেখা হয়েছিল তাঁর৷

[পাকিস্তানে ঢুকে ভিকি কৌশলের সার্জিক্যাল স্ট্রাইক! প্রকাশ্যে ‘উরি’-র টিজার]

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

I love you- I will always love you – RIP dadi ❤️

A post shared by Riddhima Kapoor Sahni (@riddhimakapoorsahniofficial) on

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement