Advertisement
Advertisement

Breaking News

শেষ থেকে শুরু

ত্রিকোণ প্রেমের রসায়ন আর রোমাঞ্চে জমজমাট ‘শেষ থেকে শুরু’র ট্রেলার

দেখে নিন ট্রেলার।

Raj Chakraborty's Sesh Theke Shuru trailer released
Published by: Sulaya Singha
  • Posted:May 11, 2019 8:55 pm
  • Updated:May 11, 2019 8:55 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনস্ক্রিনে জিৎ-কোয়েলের কেমিস্ট্রি মানেই ছবি সুপারহিট। টলিপাড়ার এই জুটি দর্শকদের বহু সুপারহিট ছবি উপহার দিয়েছে। এবারও তাই প্রত্যাশা তুঙ্গে। আর সেই ছবির পরিচালক যখন রাজ চক্রবর্তী, তখন তো আর কথাই নেই। ‘শেষ থেকে শুরু’ ছবির টিজার মুক্তি পাওয়ার পর থেকেই বাঙালি সিনেপ্রেমীদের উত্তেজনার পারদ চড়েছিল। সে উষ্ণতা আরও একটু বাড়ল ছবির ট্রেলার মুক্তির পর। ঝাঁ-চকচকে লোকেশন, টানটান একটা গল্প আর প্রেম-বিরহের মিশেলে জমজমাট ট্রেলার।

[আরও পড়ুন: স্বল্প বিরতির পর ফের ছোটপর্দায় ফিরছেন মৌনী রায়]

পরিচালক রাজ চক্রবর্তীর ছবিতে ন’বছর পর ফের বড়পর্দায় জিৎ-কোয়েল জুটিকে। ছবির মূল বিষয়বস্তু ত্রিকোণ প্রেম। কিন্তু আর পাঁচটা রোম্যান্টিক ছবির চেয়ে অনেকটাই আলাদা। ট্রেলারেই তা স্পষ্ট। কারণ এর পরতে পরতে লুকিয়ে রহস্য-রোমাঞ্চ। প্রেম, ভালবাসা, বিচ্ছেদ, মান-অভিমান, অ্যাকশন, ছবি সুপারহিট করার সব রসদই মজুত ট্রেলারে। এই রোম্যান্টিক থ্রিলারে অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন ঋতাভরী চক্রবর্তী। তিনটে মানুষ প্রেক্ষাপটে তিনটে আলাদা দেশে। কলকাতা, ঢাকা এবং লন্ডন। জিৎ এবং কোয়েলের ভালবাসা জমে উঠেছে। কিন্তু জিতের স্ত্রী তো ঋতাভরী। এই প্রথম জিতের বিপরীতে দেখা যাবে ঋতাভরীকে। স্বামীর সঙ্গে হঠাৎ চার বছর পর দেখা হয় তাঁর। ততদিনে পরিস্থিতি বদলে গিয়েছে। হঠাৎ গড়ে ওঠা সম্পর্ক, ভাগ্যের ফেরে হয়তো একদিন দূরে সরে যায়। তবে, থেকে যায় একটা রেশ। মনের অবচেতনে একটা টান। আর চলার পথে ফের যদি কখনও সে সামনে এসে দাঁড়ায়, তাহলে? সব ভুলে নতুন করে জীবন শুরুর পরিকল্পনা? ট্রেলার দেখার পর এসব প্রশ্নই ঘুরপাক খাবে মনে।

Advertisement

Jeet

চলতি বছরের জানুয়ারির মাঝামাঝি শুরু হয়েছিল ছবির শুটিং। প্রথম শিডিউলে কলকাতায় শুটের পর ‘ক্যাপ্টেন অফ দ্য শিপ’ পরিচালক রাজ তাঁর গোটা টিম নিয়ে উড়ে যান লন্ডনে। শেষবার এই তিনজন একসঙ্গে কাজ করেছিলেন ‘দুই পৃথিবী’ ছবিতে। যে ছবিতে দেব এবং জিৎকে একসঙ্গে দেখা গিয়েছিল শেষবার। অন্যদিকে, ২০১৫ সালে রাজা চন্দর ‘বেশ করেছি প্রেম করেছি’ ছবিতে শেষ দেখা গিয়েছিল জিৎ-কোয়েল জুটিকে। ছবিতে মধুবালা নামের একটি ডান্সারের ভূমিকায় রয়েছেন অভিনেত্রী সায়ন্তিকাও। এছাড়াও রয়েছেন ত্রিধা চৌধুরি। ‘শেষ থেকে শুরু’র মুক্তি চলতি বছর ইদে। সেসময়েই আবার মুক্তি পাবে দেব অভিনীত এবং প্রযোজিত ‘কিডন্যাপ’। তার মানে এই ইদেও বক্স অফিসে টক্কর দেবেন দেব-জিৎ।

[আরও পড়ুন: অভিনেত্রী হিসেবে অভিষেক মানুষীর, বিপরীতে বলিউডের প্রথম সারির এই অভিনেতা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement