Advertisement
Advertisement

Breaking News

বিয়ে করছেন রাজ-শুভশ্রী!

কোনও সিনেমার প্লট নয়, টলিপাড়ায় ফুটছে আরেকটি বিয়ের ফুল৷ 

Raj Chakraborty and Subhashree ganguly likely to tie knots
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:February 4, 2017 3:00 pm
  • Updated:February 4, 2017 3:00 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়, টলিপাড়ায় কান পাতলে এখন এমনটাই শোনা যাচ্ছে৷ রাজ চক্রবর্তীর আসন্ন ছবি ‘চ্যাম্প’-এর কারণে এই বছরের শেষের দিকেই চার হাত এক হয়ে যাচ্ছে বলেও জানা গিয়েছে৷ যদিও খুব বেশিদিনের সম্পর্ক নয় তাঁদের। ‘অভিমান’-এর শ্যুটিংয়ে দু’জনের প্রেমের সূত্রপাত।

Advertisement

হবু বর-কনে অবশ্য বিয়ের বিষয়ে খোলাখুলি কাউকেই কিছু জানানি৷ তবে তাঁরা যে প্রেম করছে ও আগামী নভেম্বরে বিয়ে করতে চলেছেন, সেই খবর এখন টলিপাড়ায় আর কারও অজানা নেই৷ শোনা যাচ্ছে, হবু বর ও কনের বাড়ির বড়রা নাকি ইতিমধ্যেই পাকা কথা সেরে ফেলেছেন৷ বিয়ের পর নবদম্পতি বাইপাসের কাছে একটি আবাসনে ফ্ল্যাটে থাকবেন, সেই ফ্ল্যাট সাজানোর শেষ মুহূর্তের কাজ চলছে৷ এখন শুভশ্রী টালিগঞ্জের কাছে থাকেন, রাজ থাকেন হাইল্যান্ড পার্কে৷

রাজ ও শুভশ্রী দুজনেই এখন চুটিয়ে ঘুরে বেড়াচ্ছেন৷ জানুয়ারির শেষের দিকে বন্ধুবান্ধবদের নিয়ে রাজস্থানে বেড়াতে গিয়েছিলেন৷ সোশ্যাল সাইটে ফলাও করে সেই ছবিও পোস্ট করেছেন দুজনেই৷ তবে দুজনেই যে একটু তাড়াহুড়ো করেই বিয়ের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন এমনটাও বলছেন ইন্ড্রাস্ট্রির ভিতরের কেউ কেউ৷

raj-mimi

মিমি চক্রবর্তীর সঙ্গে রাজের প্রেম ভেঙেছে খুব বেশিদিন হয়নি৷ সেই ব্রেকআপটা কাটিয়ে উঠতেই কি এত তাড়াতাড়ি বিয়ের সিদ্ধান্ত, প্রশ্ন উঠছে টলিপাড়ায়৷

রাজের সঙ্গে এর আগে আরেক জনপ্রিয় অভিনেত্রী পায়েলেরও সম্পর্ক ছিল বলে শোনা যায়৷ অন্যদিকে, শুভশ্রীর সঙ্গে দেবের একটা দূরত্ব তৈরি হয় বলেও কেউ কেউ জানিয়েছেন৷ শুভশ্রী তাঁর কেরিয়ারের একেবারে গোড়ায় দেবের বিপরীতে রাজ চক্রবর্তীর পরিচালনায় ‘চ্যালেঞ্জ’ করেছিলেন৷ তারপর ফের ২০১৬-য় রাজ ও শুভশ্রীর একসঙ্গে কাজ, প্রেম এবং শেষমেষ বিয়ের প্রস্তুতি!

তবে যে যাই বলুক, রাজ ও শুভশ্রী এখন একে অপরকে ছাড়া কোথাও যাচ্ছেন না বললেই চলে৷ এই সরস্বতী পুজোটা তাঁরা একসঙ্গেই কাটিয়েছেন৷ তবে সময়টা রাজ চক্রবর্তীর বিশেষ ভাল যাচ্ছে না৷ তাঁর বেশ কয়েকটা ছবি পরপর ফ্লপ করেছে৷ তাই দেবকে নিয়ে ‘চ্যাম্প’-এর জন্য আশাবাদী রাজ৷ চ্যাম্পে দেবের বিপরীতে রয়েছেন দেবের নতুন গার্লফ্রেন্ড রুক্মিণী৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement