Advertisement
Advertisement

Breaking News

‘ফাইনালি ভালবাসা’ হয়তো আমারও হবে, প্রেম নিয়ে অকপট রাইমা

কী বললেন অভিনেত্রী?

Raima Sen opens up on love life
Published by: Bishakha Pal
  • Posted:February 1, 2019 9:33 pm
  • Updated:February 1, 2019 9:33 pm  

সিকিম যাওয়ার আগে গাড়িতে যেতে যেতে মোবাইলে ধরা দিলেন রাইমা সেন। মুম্বইয়ে রিয়ার বার্থডে কাটিয়ে দিন কয়েকের জন্য কলকাতায় এসেছিলেন রাইমা। প্রবল ব্যস্ত। ‘ফাইনালি ভালবাসা’র প্রোমোশন, শুটিং, ওয়েব সিরিজের কাজ সব মিলিয়ে দম ফেলার সময় পাচ্ছেন না। অগত্যা রাইমা সেনকে মোবাইলে ধরলেন শম্পালী মৌলিক

কেমন আছেন?

Advertisement

রাইমা: ভালই আছি।

অনেকদিন পর আপনার নতুন ছবি রিলিজ করছে বাংলায়। নিশ্চয়ই এক্সাইটেড?

রাইমা: লাস্ট ইয়ার তো রিলিজ করেছিল। ওটা ছিল ‘রিইউনিয়ন’। হ্যাঁ, এই বছর প্রথম আসছে ‘ফাইনালি ভালবাসা’। ৮ ফেব্রুয়ারি রিলিজ। তারপরে আসবে চূর্ণী গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় ‘তারিখ’। ইয়েস আই অ্যাম এক্সাইটেড।

‘ফাইনালি ভালবাসা’ অঞ্জন দত্ত-র ছবি।

রাইমা: হ্যাঁ, অঞ্জন দত্ত-র সঙ্গে তো আমি আগেও কাজ করেছি। ‘গণেশ টকিজ’-এ। ওঁর সঙ্গে কাজের অভিজ্ঞতা সবসময় খুব ভাল। অনেক বছর পরে আবার আমরা একসঙ্গে কাজ করলাম। ওঁর সঙ্গে কাজ করতে ভাল লাগে, কারণ খুব স্ট্রেস ফ্রি হয়ে কাজ করা যায়। দারুণ হিউমার অঞ্জনদার। খুব অল্প সময়ে কাজটা শেষও করে ফেলেন। আমি পুরো ছবিটা এখনও দেখিনি। শুধু আমার পোরশন দেখেছি। কিন্তু আই অ্যাম শিওর অঞ্জনদা দারুণ বানিয়েছেন। আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টু ওয়াচিং দ্য ফিল্ম।

তিনটে গল্পের ট্র্যাক আছে ছবিটায় আমি যতদূর জানি। একটায় আপনি, অরিন্দম শীল, অর্জুন চক্রবর্তী, আর একটায় অনির্বাণ ভট্টাচার্য আর সুপ্রভাত। অন্যটায় অঞ্জন নিজে আর সৌরসেনী মৈত্র।

রাইমা: ইয়েস। আমার হাজব্যান্ডের রোলে অরিন্দম শীল।

একটা অ্যাবিউসিভ ম্যারেজ নিয়ে আপনাদের গল্পের ট্র‌্যাকটা। তাই তো?

রাইমা: না। ইটস নট রিয়্যালি কনসেনট্রেটিং অন দ্যাট। একটা মেয়ের গল্প যে নিজের হারিয়ে যাওয়া স্বাধীনতা খুঁজছে। মেয়েটা যেন ট্র‌্যাপড। সেই দিকেই বেশি ফোকাস এই গল্পের।

অভিনেতা অরিন্দম শীলের সঙ্গে কাজ করাটা কেমন?

রাইমা: হি ইজ আ গুড অ্যাক্টর। আমার মনে হয়, আগেও ওর সঙ্গে কাজ করেছি। কিন্তু কো অ্যাক্টর হিসেবে নয়। ইট ওয়াজ ফান ওয়ার্কিং উইথ হিম। তবে আমার মেন পোরশন কিন্তু অর্জুন চক্রবর্তীর সঙ্গে।

পরমব্রতকেই পছন্দ অনুষ্কার! ব্যাপারটা কী? ]

‘ফাইনালি ভালবাসা’ সিনেমা তো হল। ফাইনালি রাইমার ভালবাসা কোথায়? ইন রিয়েল লাইফ?

রাইমা: ওয়েট করছি (হাসি)। ছবিটা হয়ে গেছে, মে বি ইট উইল হ্যাপেন টু ফর মি। (হাসি)

ফাইনালি বিয়ে করবেন না?

রাইমা: এটা তো আমার হাতে নেই। যখন হওয়ার হবে।

মাঝখানে আপনাকে কোনও ছবিতে পাওয়া যাচ্ছিল না। কোথায় উধাও হয়ে গিয়েছিলেন?

রাইমা: আমি প্রচুর শুটিং করছিলাম। রাইট নাউ আমি সিকিম যাচ্ছি। তারপর টোনির ছবিটা কমপ্লিট করলাম। মানে জিফাইভ-এর জন্য। নাম ‘পরছাই’। সিকিম যাচ্ছি ওয়েব সিরিজের কাজের জন্য। কিন্তু এটার বিষয়ে এখন বেশি কিছু বলতে পারব না। এটা হিন্দি। আর মহেশ মঞ্জেরেকরের সঙ্গে নেটফ্লিক্স-এর ফিল্ম করলাম। বিনয় পাঠকের সঙ্গে নতুন একটা হিন্দি ছবি শুরু করব, ১৩ ফেব্রুয়ারি থেকে। সো এগেন আই অ্যাম ব্যাক। প্রচুর শুটিং করছি।

আর বাংলায় আপনি কি অরিন্দম শীলের পরের ছবিটা করছেন?

রাইমা: কথা হয়েছিল কিন্তু ডেট ম্যাচ করেনি। ওই একই ডেটে আমার বিনয় পাঠকের ছবিটার কাজ পড়েছে।

তো বাংলায় আর কী?

রাইমা: ওই যে বললাম চূর্ণী গঙ্গোপাধ্যায়ের ‘তারিখ’-এ আছি। যেটা ১২ এপ্রিল রিলিজ করার কথা।

‘হইচই’-এর ‘হ্যালো সিজন টু’-এর রেসপন্স কেমন?

রাইমা: ভীষণ ভাল। আমার মনে হয় ওরা ‘হ্যালো সিজন থ্রি’-ও অ্যানাউন্স করে দেবে এরপর (হাসি)। ওরা আমাদের ডেট চায় পুজোর আগে বা পরে।

রাইমা, এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রায় ১৯-২০ বছর হয়ে গেল দেখতে দেখতে। কী রিয়ালাইজেশন?

রাইমা: আমি প্রচুর ভাল ভাল হিন্দি আর বাংলা ছবি করেছি ইনিশিয়ালি। এখনও করছি। অনেক ছবি রিলিজ করেনি। আবার কোনওটা ভাল ফল করেনি মাঝখানে। আবার আমি শুরু করছি। ইতিমধ্যে আমি বিভিন্ন ভাষায় প্রায় ৭৫টা ছবি করেছি এই বিগত কুড়ি বছরে। অ্যান্ড আই অ্যাম স্টিল কন্টিনিউয়িং টু ডু সো। তো আই ফাইন্ড মাইসেল্‌ফ ভেরি লাকি। আমার পিআর একদম ভাল না। মুম্বইয়েও আমি সোশ্যালাইজ করি না। কিন্তু কিছু ভাল কাজ তো করেছি। এখন একটা তামিল ছবি করছি। একটা শিডিউল জানুয়ারিতে করেছি। সেকেন্ড শিডিউল মার্চে করব। যে ওদের সবচেয়ে বড় হিরো, বিজয় অ্যান্টনির সঙ্গে কাজ করলাম। আমি নিজেকে মনে করি ভাগ্যবান, কত গুণী পরিচালকের সঙ্গে কাজ করেছি। অ্যান্ড হ্যাড ডান লট অফ গুড ফিল্মস। এই বছর আবার আমাকে দেখতে পাবে হিন্দিতে এবং ওয়েব সিরিজে। খুব ভাল ভাল পরিচালকের সঙ্গে কাজ করছি আবার। আগেই বললাম- মহেশ মঞ্জরেকরের সঙ্গে কাজ করব। আর অঞ্জন দত্ত, চূর্ণী গাঙ্গুলির ছবি দুটো আসছেই।

মার্জার সরণিতে হোঁচট ইয়ামির, দেখুন ভাইরাল সেই ভিডিও ]

এখন বেশি সময় কি মুম্বইয়ে দিচ্ছেন?

রাইমা: না, আসা-যাওয়া করছি। কারণ এখানে বাংলা ছবিগুলোর প্রোমোশনও তো করতে হবে।

আসলে আপনাকে বাংলায় কিছুদিন পাওয়া যাচ্ছিল না বলে শোনা যাচ্ছিল, রাইমা নাকি ডিপ্রেশনে।

রাইমা: আমি আসলে হিন্দিতে শুট করছিলাম তখন। ওম পুরির লাস্ট সিনেমাটায় (বারাণসী) করলাম। যেটায় মুকুল দেবও আছে। আই ওয়াজ ট্র‌্যাভেলিং আ লট। উদয়পুরে একটা স্ট্যান্ড আপ কমেডি করলাম। কয়েকটি ছবি তো রিলিজই হয়নি। তাই হয়তো লোকে এসব ভাবছিল (হাসি)।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement