সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় সিনেমাকে নানা গোত্রে ভাগ করে ফিল্ম সার্টিফিকেশন কমিটি৷ যেমন অ্যাডাল্ট বিষয়ভিত্তিক সিনেমাকে A ক্যাটোগোরিতে ফেলা হয়৷ এবার সেরকমই আসতে চলেছে Q সিনেমা৷ যে সব ছবি বুদ্ধিমত্তার পরিচায়ক, এবং কোনও সামাজিক বার্তা বহন করে, সেগুলিই রাখা হবে এই বিশেষ ক্যাটেগোরিতে৷
এরকমই সম্ভাবনার কথা জানিয়েছেন সিবিএফসি-র চেয়ারপার্সন পহেলাজ নিহালানি৷ তাঁর মতে, সিবিএফসি যেমন খারাপ সিনেমাকে নিরুৎসাহ করে, তেমন ভাল সিনেমাকে উৎসাহিতও করবে৷ তাই ভাল ছবির জন্য Q ক্যাটেগোরি আনা হবে৷ ‘সুলতান’ ও ‘বজরঙ্গি ভাইজান’ ছবির নাম করে তিনি বলেন, যে ধরনের ছবিতে সমাজের প্রতি বিশেষ কোনও বার্তা দেওয়া হয়েছে, সেগুলিকেই কোয়ালিটি ছবি বা কিউ ক্যাটোগোরি দেওয়া হবে৷
শুধু বিশেষ ক্যাটেগোরিভুক্ত করাই নয়, এই ধরনের ছবিগুলিকে করমুক্ত করারও প্রস্তাব দেন তিনি৷ তাঁর বক্তব্য, যাতে এই ছবি আরও বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছতে পারে, সে কারণেই করে ছাড় থাকা উচিত৷ সম্প্রতি মুক্তি পাওয়া সলমন খানের সুলতান ছবিটির প্রসঙ্গ টেনে আনেন তিনি৷ বলেন, সুলতানের মধ্যে বেটি বাঁচাও বেটি পড়াও-সংক্রান্ত বার্তা যেমন আছে, তেমন এটি ভারতীয় ক্রীড়াকেও প্রমোট করেছে৷ এই ধরনের ছবির ক্ষেত্রেই করে ছাড় ও বিশেষ ক্যাটেগোরি আনার কতা বললেন পহেলাজ৷
প্রসঙ্গত ভারতীয় সিমেনার সার্টিফিকেশন সংক্রান্ত সমস্যা আটকাতে সিনেমাকে নানা ক্যাটেগোরিতে ভাগ করার প্রস্তাবই দিয়েছিলেন শ্যাম বেনেগাল৷ দেরিতে হলেও সে পথেই কি হাঁটছে সেন্সর বোর্ড? অন্তত পহেলাজের এ কথায় সেরকমই ইঙ্গিত থাকল৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.