সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুজো শেষ হলেও তার রেশ কিন্তু এখনও কাটেনি বাঙালিদের। বর্তমানে মহালয়া থেকেই শুরু হয়ে যায় পুজো। তবে দশমীতে মা কৈলাসের উদ্দেশে রওনা দিলেও বাঙালিদের কিন্তু কার্নিভ্যাল (Durga Puja Carnival 2023) শেষ না হওয়া অবধি পুজোর আমেজ থেকেই যায়। আর সেই প্রেক্ষিতেই শুক্রবার তিলোত্তমার রেড রোডে জনঅরণ্য। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) আমন্ত্রণে আমজনতার পাশাপাশি কার্নিভ্যাল দেখতে ভিড় জমিয়েছেন টলিপাড়ার তারকারাও।
‘দিদির ডাকে’ দুর্গাপুজোর মেগা কার্নিভ্যালকেও সুপারহিট করতে হাজির টলিউড। শহর ও শহরতলীর প্রায় একশোটি পুজো কমিটি অংশ নিয়েছে রেড রোডে রাজ্য সরকার আয়োজিত এই অনুষ্ঠানে। কার্নিভ্যালে একেবারে চাঁদের হাট। কে নেই? প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, দেব, জুন মালিয়া, লাভলি মৈত্র থেকে শ্রীতমা ভট্টাচার্য, বড়পর্দার সেলেবদের পাশাপাশি টেলিপর্দার জনপ্রিয় মুখদেরও দেখা গেল কার্নিভ্যালের মঞ্চ আলোকিত করতে। পুলিশের বাইকের পিছনে বসে কার্নিভালের মঞ্চ অবধি যেতে দেখা গেল অনুরাগীদের প্রিয় বুম্বাদাকে। মমতাকে দেখেই এগিয়ে এলেন দেব। এই রঙিন কার্নিভ্যাল যে তারকারা বেশ উপভোগ করছেন, তা মঞ্চের দিকে তাকিয়েই বোঝা গেল। তারকারাও পুরো খোশমেজাজে আড্ডা দিলেন।
আসলে বাংলা বিনোদুনিয়ার ব্যক্তিত্বদের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বেশ সুসম্পর্ক রয়েছে। তাছাড়া, ইন্ডাস্ট্রির অনেকেই বর্তমানে রাজনৈতিক শিবিরের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। কেউ বিধায়ক, কেউ সাংসদ, এককথায় রাজ্যের শাসক শিবিরে তারকাদের ভিড়। অন্যদিকে, রাজনৈতিক ব্যস্ত শিডিউলের ফাঁকে সময় পেলেই সিরিয়াল কিংবা সিনেমা দেখতে ভালোবাসেন মমতা। রীতিমতো সিনেমা, সিরিয়ালের চরিত্রেদের নামও মনে রাখেন তিনি। দুটো বাংলা ধারাবাহিকের টাইটেল সং-ও মুখ্যমন্ত্রীরই সৃষ্টি। চলতি বছর তার জন্য টেলিসম্মান পুরস্কারে ভূষিত হলেও সেই পুরস্কার নেননি মমতা। আর দিদির প্রতি সেই ভালোবাসার টানেই কার্নিভ্যালের মঞ্চ ভরিয়েছেন টলিউডের তারকারা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.