Advertisement
Advertisement

Breaking News

ছোট পর্দায় ফিরছে ‘কে হবে বাংলার কোটিপতি’, সঞ্চালনায় কে জানেন?

কার উলটোদিকে 'হটসিট'-এ বসতে পারেন আপনিও!

Prosenjit Chatterjee to host KBC’s Bengali version ‘Ke Hobe Banglar Kotipoti’
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 28, 2018 9:04 pm
  • Updated:July 13, 2018 4:32 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কানাঘুষো আগেই শোনা গিয়েছিল। যখন জানা গিয়েছিল, বাংলা টেলিভিশনের পর্দায় ফিরছে জনপ্রিয় রিয়েলিটি শো ‘কে হবে বাংলার কোটিপতি’। ঘোষণা হওয়া মাত্রই শুরু হয়ে গিয়েছিল জল্পনা। হটসিটের উলটো দিকে কোন তারকাকে দেখা যাবে? প্রশ্নের উত্তরে উঠে এসেছিল একটিই নাম। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সেই নামেই সিলমোহর পড়ল সোমবার সন্ধ্যায়। যখন মঞ্চে উঠলেন বাংলার সুপারস্টার। আনুষ্ঠানিকভাবে সঞ্চালক হিসেবে ঘোষণা করা হল তাঁর নাম।

WhatsApp Image 2018-05-28 at 7.57.04 PM

Advertisement

[একজন নয়, তিন অভিনেত্রীর সঙ্গে নয়া ছবিতে রোমান্স করবেন ভাইজান]

ব্রিটিশ টেলিভিশনে প্রথম শুরু হয় ‘হু ওয়ান্টস টু বি আ মিলিওনিয়ার?’। তারই ভারতীয় সংস্করণ ‘কৌন বনেগা ক্রোড়পতি’। টেলিভিশনের এই শো সঞ্চালনা করেই নিজের পড়ন্ত কেরিয়ারকে নতুন করে গড়ে তুলেছিলেন অমিতাভ বচ্চন। বাংলায় যখন এই শো শুরু হয়, সঞ্চালকের আসনে ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। দেশে এবং বিদেশে সফল এই শো বাংলার বাজারে টিকে থাকতে অক্ষম হয়েছিল৷ অবশ্য তার কারণ অন্য৷ আর সেসব এখন অতীত৷ এখন নতুন করে শুরু হচ্ছে বাংলার এই রিয়েলিটি শো৷ আর সঞ্চালক টলিউডের প্রিয় বুম্বাদা৷ নতুন নিয়ম, নতুন পদ্ধতি, নতুন হাসি-কান্না আর নতুন আবেগ নিয়ে জুলাই মাসের ১৬ তারিখ থেকে কালার্স বাংলা চ্যানেলে আসছে এই শো৷ সোম থেকে শুক্রবার ঠিক রাত ন’টায় টেলিভশনের সামনে বসে যাবেন দর্শকরা৷ নতুন করে শুরু হবে কোটিপতির খেলা৷

33806396_10155662526436733_4236801477328240640_n

[হাফ ডজন ছবি নিয়ে আসছেন প্রযোজক প্রসেনজিৎ, ফিরছে গুপী-বাঘাও]

প্রসঙ্গত, হিন্দিতেও শুরু হচ্ছে ‘কৌন বনেগা ক্রোড়পতি’৷ সেখানে অবশ্যই হটসিটের সামনে বসতে চলেছেন অমিতাভ বচ্চন৷ ইতিমধ্যেই শোয়ের প্রোমো শুটিং সেরে ফেলেছেন বিগ বি৷ তবে বাঙালির কাছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় মানেই আলাদা টান৷ একেবারে অন্যরকম আবেগ৷ তাই অন্যরকম ‘দৃষ্টিকোণ’ নিয়েই এবার কালার্স বাংলায় প্রসেনজিতের সঙ্গে কোটিপতির খেলায় মজবেন দর্শকরা৷

Prosenjit-KBC

[২০ বছরের দাম্পত্যে ইতি, বিয়ে ভাঙল অর্জুন রামপালের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement