Advertisement
Advertisement

Breaking News

এয়ারস্ট্রাইকের পর দেশপ্রেম নিয়ে ছবির হিড়িক বলিউডে

ইতিমধ্যেই ‘পুলওয়ামা’, ‘অভিনন্দন’, ‘বালাকোট’ ৩টি ছবির নাম জমা পড়েছে।

Producers Fight To Register “Patriotic” Movie Titles
Published by: Sayani Sen
  • Posted:March 1, 2019 9:26 pm
  • Updated:March 1, 2019 9:48 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যুদ্ধ যুদ্ধ আবহ৷ দেশপ্রেম৷ বাস্তব হোক কিংবা সেলুলয়েড৷ এ নিয়ে আমজনতার আবেগের অন্ত নেই৷ দেশপ্রেম নিয়ে কতটা ভাবনাচিন্তা করেন আমআদমি এয়ারস্ট্রাইকের পর তা আর নতুন করে বলার কিছুই নেই৷ এই আবেগ কাজে লাগিয়ে রাজনৈতিক ফায়দা তোলার অভিযোগ আগেও উঠেছে৷ শুধু যে রাজনীতিকরাই এই যুদ্ধের প্রেক্ষাপটকে কাজে লাগান তা নয়, সেলুলয়েডেও দেশপ্রেমকে দিব্যি কাজে লাগান পরিচালক-প্রযোজকরা৷ সদ্য ঘটে যাওয়া পুলওয়ামার ঘটনা এবং তার পরবর্তীতে ভারত-পাক যুদ্ধকালীন পরিস্থিতি নিয়ে ছবি তৈরি করতে চান বহু পরিচালক। সে কারণেই গত কয়েকদিনে ছবির নাম নথিভুক্ত করার লাইন পড়েছে বলিউডে।

[বিয়ে পাকা মালাইকা-অর্জুনের! কোন মতে বিয়ে করছেন তাঁরা?]

সূত্রের খবর, ইতিমধ্যেই ‘পুলওয়ামা’, ‘অভিনন্দন’, ‘বালাকোট’ এই ৩টি নাম জমা পড়েছে। ‘ইম্পা’য় উপস্থিত প্রযোজকরা নিজেদের মধ্যে এ নিয়ে আলোচনাও করেছেন। এখনও পর্যন্ত পাঁচটি প্রযোজনা সংস্থা ‘ইন্ডিয়ান মোশন পিকচার প্রোডিউসারস্ অ্যাসোসিয়েশন’-এ গিয়ে এই সংক্রান্ত ছবির নাম নথিভুক্ত করেছেন বলে খবর।ভবিষ্যতে এই বিষয় নিয়ে ছবি তৈরি করতে আগ্রহী প্রত্যেকেই।

Advertisement

[রুক্ষ বাস্তবের প্রতিচ্ছবি, ঘাত-প্রতিঘাতে দীর্ণ ‘সোনচিড়িয়া’-য় অভিনয় বড় প্রাপ্তি]

কয়েকদিন আগেই মুক্তি পেয়েছে ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’। ২০০ কোটির ক্লাবে ঢুকে গিয়েছিল ছবিটি৷ বহু সিনে অনুরাগী এ ছবি দেখছেন। তারপরই এয়ারস্ট্রাইক করা হয়েছে৷ ভারত-পাক যুদ্ধ পরিস্থিতির আবহে ‘পুলওয়ামা’, ‘অভিনন্দন’, ‘বালাকোট’ নামে ছবি তৈরি করলে বক্স অফিসে ভাল আয় হবে বলেই আশা বিশেষজ্ঞদের৷ সে কারণেই এই নামগুলি নথিভুক্ত করার হিড়িক পড়ে গিয়েছে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement