সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রিলায়েন্স জিও নিয়ে যেরকম উন্মাদনা দেখা দিয়েছে গোটা দেশ জুড়ে তাতে খুশি না হওয়ার কোনও কারণ নেই আম্বানিদের৷ তবে সে খুশির মাত্রা আরও বাড়তে পারে৷ একে তো স্বয়ং প্রধানমন্ত্রী জিও-র প্রচারের মুখ৷ এবার নাকি জিও-র জন্য আবেদন করলেন প্রিয়াঙ্কা চোপড়াও৷ নেটদুনিয়ায় সম্প্রতি ভাইরাল হল জিও-র জন্য আবেদন করা প্রিয়াঙ্কার সাবস্ক্রিপশন ফর্ম৷
এই মুহূর্তে কোয়ান্টিকো সিরিজের জন্য নিউ ইয়র্কে প্রিয়াঙ্কা৷ এদিকে দেশে ছড়িয়েছে জিও-র জন্য তাঁর আবেদনপত্র৷ জিও-র বিজ্ঞাপনে মোদিকে দেখামাত্র উন্মাদনা ছড়িয়েছিল, এবার ছড়িয়ে পড়া আবেদনপত্রে প্রিয়াঙ্কা চোপড়ার নাম ও ছবি দেখেও একইরকম উত্তেজনা ইন্টারনেট ব্যবহারীদের মধ্যে৷ জিও নিয়ে দেশজোড়া পাগলামিতেই যেন ইন্ধন দিয়েছে সেটি৷ কিন্তু কীভাবে তাঁর আবেদনপত্রটি ফাঁস হল তার হদিশ মেলেনি৷ তার থেকেও বড় প্রশ্ন, আদৌ কি এটা প্রিয়াঙ্কার সাবস্ক্রিপশন ফর্ম? তাও নিশ্চিত করতে পারছেন না কেউই৷ অগত্যা ভরসা খোদ নায়িকাই৷ তিনি দেশে না থাকলেও নেটদুনিয়ার এই উন্মাদনার কথা নিশ্চয়ই তাঁর কানে পৌঁছেছে৷ কিন্তু এখনও এ ব্যাপারে তাঁর কোনও প্রতিক্রিয়া মেলেনি৷ ফর্মটি যে তাঁর নয় তাও যেমন তিনি বলেননি, তেমন আবার না-ও বলেননি৷ ফলে বেড়েছে জল্পনা৷ তাতেই ইন্ধন জুগিয়েছে প্রিয়াঙ্কার একটি টুইট, যেখানে জিও-র জন্য আম্বানিদের অভিনন্দন জানিয়েছেন তিনি৷ ফলত জিও-র জন্য তিনি যে আবেদন করতে পারেন এ ধারনাই বদ্ধমূল হচ্ছে নেটিজেনদের মধ্যে৷ এখন নায়িকা নিজে কী বলেন, তার উপরই নির্ভর করছে এ ফর্মের সত্যতা৷
Congratulations Nita,Mukesh & the entire team on the launch of #JioDigitalLife. Your vision will be truly transformational for the country.
— PRIYANKA (@priyankachopra) September 2, 2016
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.