Advertisement
Advertisement

উমেদ ভবনে হবে প্রিয়াঙ্কার বিয়ে, এক রাতের ভাড়া জানলে অবাক হবেন

জানেন, কত টাকায় যোধপুরের উমেদ ভবন ভাড়া নিয়েছেন ‘দেশি গার্ল’?

Priyanka-Nick tie knot in Umaid Bhawan
Published by: Sayani Sen
  • Posted:November 16, 2018 9:39 pm
  • Updated:November 16, 2018 9:39 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সদ্যই পরিণতি পেয়েছে দীপিকা-রণবীরের প্রেম৷ ইতালির লেক কোমোর বিলাসবহুল প্রাসাদে দুদিন ধরে দু’রকম রীতিতে বিয়ের পর্ব সেরেছে বলিউডের সেলেব কাপল৷ এবার পালা প্রিয়াঙ্কা-নিকের৷ বিদেশে নয়, ‘দেশি গার্ল’ বিয়ে সারবেন দেশের মাটিতেই৷ মার্কিনি প্রেমিকের যোধপুর বড়ই মনে ধরেছে৷ তাই তাঁকে খুশি করতেই বিয়ের আসর বসবে পিংক সিটিতে৷ বিয়ের বাকি এখনও বেশ কয়েকদিন৷ তার আগে যোধপুরে পৌঁছে গিয়েছেন প্রিয়াঙ্কার মা৷ খুঁটিয়ে দেখছেন বিয়ের প্রস্তুতি৷

[প্রকাশ্যে দীপিকা-রণবীরের বিয়ের প্রথম ছবি]

নিকের কাছেই যে মন ধরা দিয়েছে ‘দেশি গার্ল’-এর তা বোঝা গিয়েছিল আগেই৷ বারবারই পাপারাৎজিরা ফ্রেমবন্দি করেছিলেন তাঁদের ব্যক্তিগত মুহূর্ত৷ তা সত্ত্বেও কাক-কোকিলকে জানতে না দিয়েই সেরে ফেরেছিলেন বাগদান পর্ব৷ এবার পালা বিয়ের৷ এখনও বিয়ের দিনক্ষণ নিয়ে কিছুই জানাননি প্রিয়াঙ্কা৷ শোনা গিয়েছে, ২ ডিসেম্বরই চারহাত এক হচ্ছে তাঁর৷ যোধপুরের উমেদ ভবনেই বসবে তাঁর বিয়ের আসর৷ ২৯ নভেম্বর থেকে শুরু হবে বিয়ের আসর৷ বি-টাউনে কান পাতলেই শোনা যাচ্ছে দীপিকা-রণবীরের মতো তাঁরাও নাকি দু’ধরনের রীতিতেই বিয়ে সারবেন৷ ২ ডিসেম্বর বসবে বিয়ের আসর৷ লাভ বার্ডদের বিয়ে বলে কথা, তাতে যে জাঁকজমক থাকবে তা আর নতুন করে বলার কী-ই বা আছে৷ এলাহি আয়োজন যে হয়েছে, তা বোঝার জন্য বিয়ের আসর বসতে চলা উমেদ ভবনের ভাড়াই যথেষ্ট৷ এক রাতের ভাড়া শুনলেই চোখ কপালে উঠতে পারে আপনার৷ শোনা যাচ্ছে, এক রাতে শুধু ভাড়া হিসাবেই নাকি ৪৩ লক্ষ টাকা খরচ করতে হচ্ছে ‘পিগি চপস’-কে৷

Advertisement

[দীপিকা-রণবীরের বিয়ের ছবি নিয়ে এ কী পোস্ট করলেন স্মৃতি ইরানি?]

‘দ্য স্কাই ইস পিংক’ সিনেমার শুটিংয়ে আপাতত রাজধানীতে রয়েছেন প্রিয়াঙ্কা৷ তাই এখন বিয়ের তোড়জোড়ে সময় দিতে পারছেন না৷ কিন্তু মেয়ের বিয়ে বলে কথা, নিজেকে শান্ত রাখতে পারছেন না মধু চোপড়া৷ তাই যোধপুরে চলে গিয়েছেন তিনি৷ উমেদ ভবনেই যে নিকের সঙ্গে বিয়ে করছেন প্রিয়াঙ্কা, তা জানিয়ে দেন ‘পিগি’-র মা৷

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

And the ladkiwale arrive at #Jodhpur as @priyankachopra’s mom talks about the wedding 📸📷

A post shared by Zoom TV (@zoomtv) on

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement