Advertisement
Advertisement

প্রিয়াঙ্কার সিদ্ধান্তে অখুশি প্রযোজক, বেজায় চটেছেন সলমন

এনগেজমেন্টের জন্য সিদ্ধান্ত প্রিয়াঙ্কার৷   

Priyanka Chopra’s exit unprofessional, says Bharat producer
Published by: Sayani Sen
  • Posted:July 28, 2018 5:45 pm
  • Updated:July 28, 2018 5:45 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘দেশি গার্ল’-র বিদেশি বয়ফ্রেন্ড নিয়ে বলিউডে জল্পনার জল কম গড়ায়নি৷ মুম্বইতে একসঙ্গে দুজনের সময় কাটানো, আম্বানি পুত্রের এনগেজমেন্টে যুগলের উপস্থিতি, মায়ের সঙ্গে ‘পিগি চপসের’ মনের মানুষের দেখা করিয়ে দেওয়া এসবই এখন লাইম লাইটে৷ অপেক্ষা ছিল চার হাত এক হওয়ার মাহেন্দ্রক্ষণের৷ হাজারও টালবাহানার পর অবশেষে শোনা যাচ্ছে অক্টোবরেই নাকি জুটি বাঁধতে চলেছেন এই লাভ বার্ডস৷ আর তারপরই নিজের আপকামিং মুভি ‘ভারত’ থেকে সরে দাঁড়িয়েছেন প্রিয়াঙ্কা৷ নায়িকার আচমকা এই সিদ্ধান্তে বেজায় চটেছেন প্রযোজক নিখিল নামিত৷ প্রিয়াঙ্কার দায়বদ্ধতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি৷ পরিচালক আলি আব্বাস জাফর টুইটে জানান, সিনেমার শুটিং বন্ধ হবে না৷ খুব তাড়াতাড়ি প্রিয়াঙ্কার পরিবর্তে কে নায়িকা হবেন, তা জানানো হবে৷ 

[নিকের সঙ্গেই বাগদান পর্ব সারলেন প্রিয়াঙ্কা, অক্টোবরেই বিয়ে!]

বলিউডে একের পর এক ভাল সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন প্রিয়াঙ্কা৷ এরপর তিনি পা রাখেন হলিউড জগতে৷ সাফল্যের ঝুলি বেশ লম্বা কোয়ান্টিকো খ্যাত অভিনেত্রীর৷ এরই মাঝে চলতি বছর এপ্রিলেই শোনা যায় হলিউডের পাশাপাশি আবারও বলি জগতে ফিরছেন প্রিয়াঙ্কা৷ রিল লাইফ প্রোডাকশনের ব্যানারে ‘ভারত’ সিনেমায় অভিনয় করতে চলেছেন তিনি৷ তার বিপরীতে রয়েছেন ভাইজান৷ সিনেমার শুটিং শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি৷ তারই মাঝে শুক্রবার ‘ভারত’-র পরিচালক আলি আব্বাস জাফর টুইটে প্রিয়াঙ্কার সিদ্ধান্তের কথা জানান৷ এনগেজমেন্টের জন্য এমন সিদ্ধান্ত বলেও জানান তিনি৷ ‘দেশি গার্ল’-কে ‘ভারত’ পরিবারের তরফে শুভেচ্ছাও জানানো হয়৷  

[এ কেমন পোশাক! নেটদুনিয়ায় কটাক্ষের শিকার একতা কাপুর]

প্রিয়াঙ্কার সিদ্ধান্তে প্রযোজক নিখিল নামিতের সুরেই সুর মিলিয়েছেন সলমন খান৷ ‘দেশি গার্ল’-র সিদ্ধান্তে রেগে গিয়েছেন সলমন৷ আর কখনও প্রিয়াঙ্কার সঙ্গে কাজ না করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। প্রিয়াঙ্কার সঙ্গে সলমনের বোন অর্পিতা শর্মার সম্পর্ক রীতিমত ভাল কিন্তু তাতে আর বরফ গলবে বলে মনে হয় না। এর আগে সলমন-প্রিয়াঙ্কার সম্পর্ক অবশ্য তেমন উষ্ণ কখনওই ছিল না। ‘মুঝসে শাদি করোগি’ ছবি চলাকালীন তাঁদের ভালই বন্ধুত্ব ছিল, কিন্তু ঝামেলা হয় পরে। ২০০৭-এ সলমন একটি ছবিতে প্রিয়াঙ্কার বদলে ক্যাটরিনা কাইফকে নায়িকা করতে চান৷ কিন্তু প্রিয়াঙ্কা ছবি ছাড়তে রাজি হননি। তখন থেকেই প্রিয়াঙ্কার উপর বেজায় চটে রয়েছেন ভাইজান।  

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement