Advertisement
Advertisement

Breaking News

শুটিংয়ে নায়কের সামনেই পোশাক বিভ্রাটে প্রিয়াঙ্কা, কী করলেন তিনি?

ভিডিওতে দেখুন কী করলেন অভিনেত্রী!

Priyanka Chopra's dress fell far enough to offer a generous view her cleavage
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 13, 2017 4:22 pm
  • Updated:July 13, 2017 4:53 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এ কী হল প্রিয়াঙ্কা চোপড়ার? ক্যামেরার সামনেই পরনের পোশাক ঠিক করছেন তিনি!

হলিউডে নিজের ছবির শুটিং শুরু করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। অ্যাডাম ডেভাইনের সঙ্গে একটি শুটিংয়ের দৃশ্যে বেশ অস্বস্তিকর অবস্থায় পড়লেন অভিনেত্রী। গত মঙ্গলবার নিউ ইয়র্কের সেন্ট্রাল পার্কে চলছিল শুটিং। দৃশ্যে দেখা যাচ্ছে আচমকাই পিছন থেকে অ্যাডাম এসে প্রিয়াঙ্কাকে কোলে তুলে নিলেন। গোলাপি গাউনে প্রিয়াঙ্কা তখন বেশ হাঁফাচ্ছেন। আর তাঁর পরনের গোলাপি পোশাকটি বুকের কাছে অনেকটাই সরে গিয়েছে। নিজের পোশাক তাড়াতাড়ি ঠিক করে নিচ্ছেন তিনি। সেই ভিডিওই এখন ভাইরাল হয়ে গিয়েছে।

Advertisement

priyanka1

অনেকেই অবশ্য শুটিংয়ের ওই দৃশ্যের নানারকম ব্যাখ্যা দিচ্ছেন। কেউ কেউ বলছেন রোম্যান্টিক দৃশ্যে এভাবেই ঝড় তুলেছেন প্রিয়াঙ্কা। কারও মতে, দৃশ্যটিকে বাস্তবের ছোঁয়া দিতে ইচ্ছে করেই পোশাক ঠিক করছিলেন ‘কোয়ান্টিকো’ খ্যাত নায়িকা। তবে জানা যাচ্ছে, দৃশ্যে দেখানোর চেষ্টা হয়েছে, বিপদে পড়েছেন প্রিয়াঙ্কা। সেখান থেকে তাঁকে উদ্ধার করছেন নায়ক অ্যাডাম। যদিও প্রিয়াঙ্কা এ নিয়ে এখনও মুখ খোলেননি। তিনি ছিলেন একেবারে নিজস্ব স্টাইলে। গোলাপি পোশাকের সঙ্গে হাতে গোলাপি ব্যাগ ও গোলাপি লিপস্টিকের ছোঁয়ায় দর্শকদের নজর কাড়তে এবারও সফল তিনি। তাই ঘটনা যাই হোক, এই ভিডিওর মধ্যে দিয়েই হলিউড ছবি ‘ইজ নট ইট রোম্যান্টিক’-এর শুটিংয়ের প্রথম দিন থেকেই আলোচনার শিরোনামে উঠে এলেন প্রিয়াঙ্কা।

priyanka

ভিডিওতে দেখুন কী ঘটনা ঘটেছিল:- (সৌজন্যে বলিউড আপডেট)

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement