Advertisement
Advertisement

প্রিয়াঙ্কার মাতলামি শোরগোল ফেলল সোশ্যাল মিডিয়ায়

মেয়ের কাণ্ড দেখলে চোখ কপালে উঠবে!

Priyanka Chopra & Superwoman Did A Video Together
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 25, 2016 2:59 pm
  • Updated:December 25, 2016 3:00 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একে তিনি মাতাল, তার উপরে আবার সদ্য ভেঙেছে সম্পর্ক! এরকম একটা অবস্থায় একটা পাব-এ, চারপাশের সুপুরুষদের মাঝখানে কী কাণ্ড ঘটালেন প্রিয়াঙ্কা চোপড়া?
কী আর! শুরুটা করলেন তিনি কান্নাকাটি দিয়ে। প্রিয় বান্ধবী সুপারউওম্যান ওরফে লিলি সিংয়ের কাছে। একের পর এক পাত্র সাবাড় করেন আর কেঁদে চলেন নায়িকা! অবস্থা সামাল দিতে শেষে হাল ধরতে হল সুপারউওম্যানকেই!
কী করে প্রিয়াঙ্কাকে ক্ষান্ত করলেন তিনি?
আসলে প্রিয়াঙ্কাকে তিনি ক্ষান্ত করতে পারেননি। হৃদয়ভাঙা মাতালকে সামলানো চাট্টিখানি কথা না কি? তার উপর আবার চারপাশে সুপুরুষদের দেখে তাদের দিকে যেতে চাইছেন প্রিয়াঙ্কা!
তাহলে? মাতাল প্রিয়াঙ্কার সেই ভিডিও দেখে নিন না ক্লিক করে! মেয়ের কাণ্ড দেখলে চোখ কপালে উঠবে!

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement