সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিপাড়া ছাড়িয়ে তিনি এখন পাড়ি জমিয়েছেন হলিউডে৷ দেশের সীমানা ছাড়িয়ে তাঁর খ্যাতি এখন আন্তর্জাতিক আঙিনায়৷ সেই তাঁকেও শিকার হয়েছিলেন হেনস্তার! হ্যাঁ, শারীরিক গঠন নিয়ে তাঁকেও কম কথা শুনতে হয়নি৷ সম্প্রতি সে কথাই শোনালেন প্রিয়ঙ্কা চোপড়া৷
তখন তিনি মিস ওয়ার্ল্ড খেতাব জিতেছেন৷ অভিনয় শুরু করেননি৷ অভিনয় করবেন ভেবেই দ্বারস্থ হয়েছিলেন এক প্রযোজকের৷ আর সেখানেই শরীর নিয়ে লজ্জায় পড়তে হয়েছিল প্রিয়াঙ্কাকে৷ অন্য কারও বিষয়ে তিনি নাক গলাতে না চাইলেও, তাঁর নিজের কেরিয়ারের বাধা হয়ে দাঁড়িয়েছিল তাঁর নাক৷ বলা হয়েছিল, প্রিয়াঙ্কার শারীরিক গঠন নাকি বেশ বেখাপ্পা৷ আর নাকটাতো বটেই৷ সেটি নাকি মোটেও ভাল নয়, বেঢপ৷
সেদিন অবশ্য নাক নিয়ে মুষড়ে পড়েননি প্রিয়াঙ্কা৷ বরং নিজের ধারনায় স্থির ছিলেন৷ তাঁর বিশ্বাস ছিল নিজের অভিনয় ক্ষমতার প্রতি৷ বাকিটা তো ইতিহাস৷ আজ তাই তিনি বলতে পারেন, মেয়েরা কেমন দেখতে হবে সে তা নিয়ে অনেকের মধ্যেই ভুল ধারনা আছে৷ কিন্তু সেই ধারনাকে পাত্তা দেননি তিনি৷ নিজের অভিনয় ক্ষমতা দিয়েই নিজেকে প্রমাণ করতে চেয়েছিলেন৷ আর তাই খ্যাতির উত্তুঙ্গে পৌঁছেও তিনি বলেন, সেদিন প্রযোজকের কথা শুনেও নাক বদলাননি তিনি৷ এটাই তাঁর আসল নাক৷ আজ বলিউড থেকে হলিউড- কোথাও কাজ করতে তাঁর কোনও অসুবিধা হচ্ছে না৷ এমনকী আজ তাঁর সৌন্দর্য নিয়েও কোনও প্রশ্ন উঠছে না৷ পুরো বিষয়টিই যে আপেক্ষিক আজ তা তিনি প্রমাণ করে দিয়েছেন৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.