Advertisement
Advertisement

Breaking News

ফের বিতর্কে প্রিয়াঙ্কা চোপড়া!

ভালবেসে ছবি আপলোড করতে গিয়েই বিপত্তি৷

Priyanka Chopra Posted A Picture On Instagram & It’s Really Making Us Uncomfortable
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 22, 2016 6:01 pm
  • Updated:July 22, 2016 6:21 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইদানিং বলিউড কম, হলিউডেই থাকেন বেশী৷ সিঙ্গল, কোয়ান্টিকো থেকে আন্ডার আর্ম বিতর্ক৷ সব নিয়ে দিব্যি চলে যাচ্ছিল প্রিয়াঙ্কা চোপড়ার৷ এর মধ্যেই আবার জড়ালেন নতুন বিতর্কে৷ সৌজন্যে তাঁরই আপলোড করা একটি ছবি৷ ছবিতে একপাশে সিজলিং অবতারে ধরা দিয়েছেন প্রিয়াঙ্কা স্বয়ং, আরেকপাশে তাঁর ছোট্ট ভাইঝি৷ নিচে আবার ‘লিটিল মিনি মি’ বলে ক্যাপশনও দিয়েছেন৷

Advertisement

ছোট্ট শিশুটি আসলে প্রিয়াঙ্কার ভাইঝি৷ যার ছবি ভালবেসে মাঝে মধ্যেই আপলোড করে থাকেন পিগি চপস৷ কিন্তু এবারে এক্সপেরিমেন্ট করতে গিয়েই বিপত্তি৷ বিউটির পাশে ইনোসেন্স-এর এই দৃশ্য ঠিক মানিয়ে নিতে পারেননি প্রিয়াঙ্কা অনুরাগীরা৷ এক্সপেরিমেন্ট করতে গিয়ে একটু বেশিই বাড়াবাড়ি করে ফেলেছেন বলে মনে করছেন তাঁরা৷ এর জন্য বেশ সমালোচনার পড়তে হয়েছে দেশি গার্লকে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement