Advertisement
Advertisement

Breaking News

ফের পিপলস চয়েস পুরস্কারের জন্য মনোনীত হলেন প্রিয়াঙ্কা

প্রিয়াঙ্কা ইদানীং যাতেই হাত দেন, তাই যেন সোনা হয়ে যায়৷

Priyanka Chopra nominated for People’s Choice Awards 2017
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 16, 2016 7:41 pm
  • Updated:November 16, 2016 7:41 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হলিউডে অভিষেক ঘটিয়েই দুনিয়াকে তাক লাগিয়ে দিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া৷ গত বছর জনপ্রিয় টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’য় মুখ্য চরিত্রে অভিনয় করে আমেরিকানদের মন জয় করেছিলেন৷ আর তার স্বীকৃতি হিসেবে ভারতীয় অভিনেত্রী জিতে নিয়েছিলেন পিপলস চয়েস অ্যাওয়ার্ড৷ এবার ফের ওই একই সিরিয়ালের সিক্যুয়েলের জন্য সেরা অভিনেত্রীদের তালিকাভুক্ত হল পিগি চপসের নাম৷

প্রিয়াঙ্কা ইদানীং যাতেই হাত দেন, তাই যেন সোনা হয়ে যায়৷ সেই কথাই ফের প্রমাণ করে দিলেন তিনি৷ হলিউডের ছোটপর্দার নামী-দামি তারকাদের হারিয়ে প্রথম বছরই বাজিমাত করেছিলেন৷ দর্শকদের চোখে দেশি গার্লই হয়েছিলেন সেরার সেরা৷ তাই পছন্দের টিভি অভিনেত্রী হিসেবে তাঁর মাথাতেই সেরার মুকুট পরিয়ে দেওয়া হয়েছিল৷ তারপরই অস্কার পুরস্কারের মঞ্চে সঞ্চালিকার ভূমিকাতেও দেখা গিয়েছিল তাঁকে৷ প্রথম মরশুমের মতো ইতিমধ্যেই সুপারহিট হয়ে গিয়েছে ‘কোয়ান্টিকো’ টু৷ আর সেই টিভি সিরিজের জন্যই এবার ড্রামাটিক টিভি অভিনেত্রী হিসেবে পিপলস চয়েস পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে তাঁকে৷ তাঁর সঙ্গে এই বিভাগে মনোনয়ন করা হয়েছে এলেন পম্পেও, কেরি ওয়াশিংটন, ভায়োলা ডেভিস এবং তারাজি পি হেনসনের মতো জনপ্রিয় অভিনেতা ও অভিনেত্রীদের নাম৷ ফের হলি-তারকাদের কি টেক্কা দিতে পারবেন প্রাক্তন বিশ্বসুন্দরী? সেদিকেই তাকিয়ে তাঁর লাখো ফ্যান৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement