Advertisement
Advertisement

Breaking News

বয়সে ১০ বছরের ছোট, এই হলিউড তারকার সঙ্গেই প্রেম করছেন প্রিয়াঙ্কা?

চেনেন আমেরিকার এই হার্টথ্রবকে?

Priyanka Chopra, Nick Jonas pics go viral
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 30, 2018 7:24 pm
  • Updated:August 21, 2018 8:38 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বহুদিন হল হলিউডে রয়েছেন। নাম অনেকের সঙ্গেই জড়িয়েছে। তবে সূত্রের খবর মানলে, এবারে সত্যিই মন দিয়ে ফেলেছেন প্রিয়াঙ্কা চোপড়া। চুটিয়ে প্রেম করছেন। তাও আবার ১০ বছরের ছোট প্রেমিকের সঙ্গে। যিনি আবার আমেরিকান টেলিভিশনের হার্টথ্রব। অভিনেতা, গায়ক নিক জোনাস।

1721588-priyankanick-1527580317-543-640x480

Advertisement

[বলিউডের আসল ‘ক্যুইন’ আলিয়া, প্রশংসায় পঞ্চমুখ কঙ্গনা রানাউত]

আমেরিকান ব্যান্ডের অংশ ছিলেন নিক। পরে অভিনয় জগতে পা রাখেন। সিনেমায় অভিনয় করেছেন। তবে টেলিভিশনের সূত্রেই জনপ্রিয়তা পান। ‘হানা মনটানা’, ‘জোনাস’, ‘মিস্টার সানশাইন’-এর মতো সিরিজ রয়েছে তাঁর ঝুলিতে। ১৯৯২ সালে জন্ম নিকের। আর প্রিয়াঙ্কার জন্মের সাল ১৯৮২। নিকের থেকে পাক্কা ১০ বছরের বড় তিনি। দু’জনের দেখা হয় ২০১৭ সালে। মেট গালার অনুষ্ঠানে গিয়ে। দু’জনেই ব়্যালফ লরেনের পোশাক পরেছিলেন। আর নিকের অনুরোধেই একসঙ্গে রেড কার্পেটে হেঁটেছিলেন। এর পর থেকেই সম্পর্ক গভীর হতে শুরু করে। দু’জনকে একসঙ্গে সময় কাটাতে দেখা যায়। আমেরিকার মেমোরিয়াল ডে’র ছুটিও একসঙ্গে কাটিয়েছেন। আবার একসঙ্গে ম্যাচও দেখতে গিয়েছেন।

 

[অবশেষে প্রকাশ্যে ‘সঞ্জু’র ট্রেলার, চমকে দিলেন ‘খলনায়ক’ রণবীর]

এ নিয়ে প্রিয়াঙ্কাকে প্রশ্নও করা হয়েছিল। তবে কৌশলে সে প্রশ্ন এড়িয়ে গিয়েছেন নায়িকা। জানিয়েছেন, একই ডিজাইনারের পোশাক পরেছিলেন তাঁরা। তাই একসঙ্গে হেঁটেছিলেন। দু’জনের পছন্দ-অপছন্দ প্রায় এক। তাই বন্ধুত্ব গড়ে উঠেছে। ‘কোয়ান্টিকো’র তৃতীয় মরশুম তেমন ভাল চলেনি। হলিউডের বাকি কাজ মোটামুটি গুটিয়ে এনেছেন প্রিয়াঙ্কা। বহুদিন পর বলিউডে ফিরছেন তিনি। সলমন খানের ‘ভারত’-এ দেখা যাবে তাঁকে। খুব শিগগিরিই শুটিংয়ে যোগ দেবেন। তার আগে নিকের সঙ্গেই সময় কাটাচ্ছেন বলে জানা গিয়েছে।

[ক্যামেরার সামনে দাঁড়ানোর ‘আদত’ ভোলেননি বিপাশা, বড়পর্দায় কামব্যাক স্বামীকে সঙ্গে নিয়ে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement