Advertisement
Advertisement

Breaking News

প্রিয়াঙ্কার জন্য ভাঙতে চলল ঐশ্বর্যর তাসের ঘর!

ব্যাপারটা কী?

Priyanka Chopra Might Replace Aishwarya Rai Bchchan For A Cosmetic Commercial
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 29, 2016 4:25 pm
  • Updated:September 29, 2016 4:25 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কান চলচ্চিত্রে উৎসবে এবার দেখা গিয়েছিল, স্ত্রীর সঙ্গে ছবি তুলতে নারাজ অভিষেক বচ্চন। বার বার ডেকেছিলেন ঐশ্বর্য রাই বচ্চন, কিন্তু বেশ রূঢ় ভাবেই স্ত্রীর সেই আহ্বান প্রত্যাখ্যান করেন অভিষেক। তখনই গুজব রটেছিল, তবে বুঝি এবার ভাঙতে চলল তাঁদের সুখী দাম্পত্য!
প্রিয়াঙ্কা চোপড়াই কি তার কারণ?
উঁহু! এই তাসের ঘর দাম্পত্যের নয়। এই তাসের ঘর পুরোটাই কাজকর্ম সংক্রান্তই! আসলে, বলিউডে তো বটেই, অন্যত্রও নায়িকারা পাকাপাকি ভাবে কোনও জায়গা ধরে রাখতে তো আর পারেন না! পুরোটাই তাসের ঘর! একজনের জনপ্রিয়তা বাড়লে তার জোয়ারে ভেসে যেতেই হয় আরেকজনকে। ঐশ্বর্য রাই বচ্চনের সঙ্গেও এবার সেটাই হতে চলেছে।
অনেক বছর হয়ে গেল, আন্তর্জাতিক প্রসাধনী সংস্থা লোরিয়েল-এর ব্র্যান্ড অ্যাম্বাসাডর ছিলেন ঐশ্বর্য। সে যেমন এদেশে, তেমনই বিদেশেও! ভারতীয় নায়িকাদের মধ্যে তিনিই তো প্রথম হলিউডে ছবি করে নিজেকে পরিচিত করান ওদেশে। তার পাশাপাশি ছিল মিস ওয়ার্ল্ড-এর তকমাটাও! ফলে, লোরিয়েল ঐশ্বর্যকে ছাড়া আর কাউকে ভাবতেই পারেনি! অনেকগুলো বছর ধরে এই পরম্পরা চলেছে। এমনকী, এবারের কান চলচ্চিত্র উৎসবে গিয়েও ঐশ্বর্য সংস্থার নতুন প্রসাধনী নিয়ে এক সাংবাদিক বৈঠক সেরে এসেছিলেন!
কিন্তু, এবার সে ধারায় ইতি টানার সময় এল! কানাঘুষোয় শোনা যাচ্ছে, খোদ লোরিয়েলই না কি আর ঐশ্বর্য রাই বচ্চনের সঙ্গে তাদের বাণিজ্যিক চুক্তি বাড়াতে চাইছে না। তারা দেখেছে, এখন ভারত থেকে আসা প্রিয়াঙ্কা চোপড়াই বিদেশের দর্শকের চোখের মণি। হলিউডে তাঁর বাড়তে থাকা জনপ্রিয়তার ধারে-কাছেও কেউ নেই! সেই জন্যই ঐশ্বর্যকে সরিয়ে এবার প্রিয়াঙ্কা চোপড়া, আরেক মিস ওয়ার্ল্ড-এর সঙ্গে চুক্তিবদ্ধ হতে চাইছে সংস্থাটি!
ঐশ্বর্য রাই বচ্চনের পক্ষে খারাপ খবর নিঃসন্দেহে! কিন্তু, প্রিয়াঙ্কা?
তাঁর দিক থেকে ব্যাপারটা দেখলে ওই সংস্থার বিজ্ঞাপনী ভাষাতেই বলতে হয়, বিকজ আই ওয়ার্থ ইট!

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement