Advertisement
Advertisement

‘বেওয়াচ’-এর নয়া ট্রেলারে নজর কাড়লেন খলনায়িকা প্রিয়াঙ্কা

নিজেকে উজাড় করে দিয়েছেন অভিনেত্রী৷

Priyanka  Chopra looks sharp in new ‘Baywatch’ trailer
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 10, 2017 3:36 pm
  • Updated:January 10, 2017 4:01 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এতদিন ছিলেন নায়িকা৷ এবার হলেন খলনায়িকা৷ গোটা একটা লড়াকু দুর্ধর্ষ বেওয়াচ টিমকে দিলেন কাঁটার টক্কর৷ ধারালো দৃষ্টি এবং চরিত্রায়ন দেখে বোঝার বিন্দুমাত্র উপায় নেই এই প্রিয়াঙ্কাই একটা সময় ‘বরফি’ ছবিটিতে ঝিলমিল নামের এক বোধহীন মেয়ের চরিত্রে অভিনয় করছিলেন৷ লাস্যময়ী অবতার এবং দুর্দান্ত অ্যাকশন সিকোয়েন্সে হলি অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে একেবারে পাল্লা দিয়ে অভিনয় করলেন পিগি চপস৷ আর সেই দৃশ্যই ধরা পড়ল প্রিয়াঙ্কার প্রথম হলিউড ছবি ‘বেওয়াচ’-এর নতুন ট্রেলারে৷

Priyanka-Baywatch

Advertisement

নিজের প্রথম হলিউড ছবিতে খলনায়িকার চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে বিন্দুমাত্র বিচলিত নন প্রিয়াঙ্কা৷ উল্টে এই চরিত্রেই যেন নিজেকে উজাড় করে দিয়েছেন অভিনেত্রী৷ আগে ‘বেওয়াচ’ পোস্টার এবং টিজারে তেমনভাবে দেখা যায়নি পিগি চপসকে৷ আর সেই জন্যই তাঁর ভক্তরা বেশ আশাহত হয়েছিলেন৷ কিন্তু নয়া ট্রেলারে প্রিয়াঙ্কার লাস্যময়ী ও ধারালো অবতার ভক্তদের সেই আশাই যেন পূর্ণ করল৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement