Advertisement
Advertisement

হলিউডে কাজের জন্য শেষে এটাও করতে হচ্ছে প্রিয়াঙ্কাকে!

যা করলেন প্রিয়াঙ্কা চোপড়া, তা নজির হয়ে রইল বিশ্ব ধারাবাহিকের ইতিহাসে!

Priyanka Chopra Is Doing Extreme To Get Quantico A Third Season
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 5, 2017 2:55 pm
  • Updated:January 5, 2017 5:22 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০১৫ সালের সেপ্টেম্বর মাস থেকে যখন এদেশে এবং বিদেশে সম্প্রচার শুরু হল ‘কোয়ান্টিকো’র, চমকে উঠেছিলেন সবাই! আলবাত অ্যালেক্স প্যারিশের পারফরম্যান্সে। দেশি গার্ল যে এভাবে ভোল বদলে পুরোপুরি হয়ে উঠবেন বিদেশি, সেটা কল্পনাই করতে পারেননি কেউ! কিন্তু এবার ‘কোয়ান্টিকো’র তৃতীয় পর্বের জন্য যা করলেন প্রিয়াঙ্কা চোপড়া, তা নজির হয়ে রইল বিশ্ব ধারাবাহিকের ইতিহাসে!
উঁহু! তুখোড় অ্যাকশন স্টান্ট বা রগরগে যৌনদৃশ্য নয়! এসব আর ‘কোয়ান্টিকো’ ধারাবাহিকে নতুন করে পারফর্ম করার দরকার নেই নায়িকার! ধারাবাহিকের প্রথম এবং দ্বিতীয়- এই দুই পর্বেই অজস্র অ্যাকশন স্টান্টে দর্শককে চমকে দিয়েছেন প্রিয়াঙ্কা। তার পাশাপাশিই নিজেকে নিয়ে গিয়েছেন পেশাদারিত্বের শিখরে, যৌনদৃশ্যের পারফরম্যান্সে একবারের জন্যও সেটাকে অভিনয় বলে বুঝতে দেননি! তাহলে আর সমস্যাটা কোথায়? ‘কোয়ান্টিকো ৩’ জনপ্রিয় করে তোলার জন্য কাঠখড় পোড়ানোরই বা প্রয়োজন পড়ছে কেন প্রিয়াঙ্কার?
সমস্যাটা ধারাবাহিকের জনপ্রিয়তা এবং চ্যানেলের টিআরপি-সংক্রান্ত। জানা গিয়েছে, প্রথম পর্বের মতো না কি খুব একটা সাড়া জাগাতে পারেনি ‘কোয়ান্টিকো’র দ্বিতীয় পর্ব। প্রথম পর্ব যাঁরা মন দিয়ে দেখেছেন রোজ টিভির পর্দায় চোখ রেখে বা এপিসোড ডাউনলোড করে, তাঁদের অনেকেও এখন আর নিয়মিত ধারাবাহিকটা দেখছেন না। এদিকে ‘কোয়ান্টিকো’র প্রথম পর্বের সাফল্য থেকে লাভ তুলতে মরিয়া ধারাবাহিক-নির্মাতারা। তাঁরা ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছেন তৃতীয় পর্বের শুটিং শুরু হওয়ার কথা। সেই পরিকল্পনায় এখন শুধু বাধা পড়ছে খরচের দিক থেকে। যদি ধারাবাহিকের জনপ্রিয়তা কমে আসে, তবে তো খরচ নিয়ে হাতটান হবেই!
সেই আর্থিক দিকেই এবার টিম ‘কোয়ান্টিকো’র প্রধান সহায়ক হয়ে দাঁড়িয়েছেন অ্যালেক্স প্যারিশ! ঠিক করেছেন প্রিয়াঙ্কা চোপড়া- ধারাবাহিকের এই দুর্দিনে তিনি তাঁর পারিশ্রমিক ঠিক অর্ধেকটা কমিয়ে দেবেন! নায়িকার এই ঘোষণার পরে ফের সাড়া জেগেছে ‘কোয়ান্টিকো’-দলে। চিত্রনাট্যকাররা শুরু করেছেন মাথা ঘামানো, তৃতীয় পর্বটিকে আগের দুটোর চেয়েও জাঁকালো করে তোলার জন্য!
আশা করাই যায়, প্রিয়াঙ্কার এই উদ্যোগ একেবারে ব্যর্থ হবে না! ফের সাড়া পড়বে ‘কোয়ান্টিকো’ নিয়ে দর্শক-মহলে।

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement