Advertisement
Advertisement

Breaking News

OMG! বেওয়াচের প্রিমিয়ারে প্রিয়াঙ্কার সঙ্গে একি করলেন ‘দ্য রক’!

দেখুন কেন চমকে উঠলেন প্রিয়াঙ্কা।

Priyanka Chopra got a surprise from Dwayne Johnson in Miami
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 14, 2017 2:33 pm
  • Updated:May 14, 2017 2:33 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী মাসের ২ তারিখ মুক্তি প্রিয়াঙ্কা চোপড়ার প্রথম হলিউড ছবি ‘বেওয়াচ’। সেটির ওয়ার্ল্ড প্রিমিয়ারেই এখন মায়ামিতে রয়েছেন পিগি চপস। শনিবার প্রিমিয়ারে ছবির অন্যান্য অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে উপস্থিত ছিলেন তিনি। সাংবাদিকদের সিনেমার সেটে নিজের অভিজ্ঞতা জানাচ্ছিলেন প্রিয়াঙ্কা। এমন সময় সিনেমায় প্রিয়াঙ্কার বিপরীতে কাজ করা হলিউড অভিনেতার এক কীর্তি অবাক করে দিল সকলকে। এমনকী হকচকিয়ে যান প্রিয়াঙ্কাও। তবে অবাক হওয়ার কিছু নেই। আসলে প্রিমিয়ারে প্রিয়াঙ্কা যখন দাঁড়িয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন, তখনই তাঁকে পিছন থেকে এসে জড়িয়ে ধরেন ‘দ্য রক’ ডোয়েন জনসন। গালে হালকা চুমুও খান। আর হলিউড অভিনেতার এই উষ্ণ অভ্যর্থনায় আপ্লুত হন পিগি চপস। পরে সেই ভিডিওটিই ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।

দেখুন সেই ভিডিও:

Advertisement

এদিকে, সিনেমা ও নিজের সহকর্মীদের প্রসঙ্গে বলি অভিনেত্রী জানান, ‘দুর্দান্ত কাজ করেছি আমরা। প্রত্যেকেই অসাধারণ অভিনয় করেছেন। কোয়ান্টিকো এবং বেওয়াচ-এর শুটিং একসঙ্গে থাকায় আমায় অনেক দৌড়ঝাঁপ করতে হয়েছে। এখানে আসতে পারায় আমি খুব খুশি। গরমের মরশুমে বেওয়াচ দেখার মজাই আলাদা। ডোয়েন জনসন এবং জ্যাক এফ্রন আমার থেকেও ভাল কাজ করেছে।’ এরপরেই তিনি দর্শকদের জানিয়ে দেন, তাঁরা যেন সিনেমা হলে নিজেদের শিশুদের নিয়ে যেতেও যেন না ভোলেন। এদিকে, নিজের টুইটার হ্যান্ডেলে কয়েকটি ছবি পোস্ট করেন প্রিয়াঙ্কা।প্রসঙ্গত, এই সিনেমায় প্রিয়াঙ্কার বিপরীতে অভিনয় করতে দেখা যাবে হলিউডের বিখ্যাত তারকা ডোয়েন জনসন এবং জ্যাক এফ্রনকে। এদিকে, নিজের টুইটার হ্যান্ডেলেও বেশ কয়েকটি ছবি পোস্ট করেন তিনি। সঙ্গে লেখেন, ‘এত ভালবাসার জন্য ধন্যবাদ মায়ামি।’

Congratulations! Thank you to a wonderful cast. #may25th #BeBaywatch @baywatchmovie #12daystogo

A post shared by Priyanka Chopra (@priyankachopra) on

Thank you for the love Miami! @baywatchmovie premiering on May 25th in a theater near you! #BeBaywatch

A post shared by Priyanka Chopra (@priyankachopra) on

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement