Advertisement
Advertisement

Breaking News

Priyanka Chopra

‘জেনারেল নলেজটা ঝালিয়ে নিন!’, প্রিয়াঙ্কাকে কটাক্ষ পাকিস্তানি অভিনেতার

হঠাৎ এমন কেন বললেন অভিনেতা?

Priyanka Chopra criticised by Pakistani actor Adnan Siddiqui| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:April 15, 2023 4:30 pm
  • Updated:April 15, 2023 4:33 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানি পরিচালককে দক্ষিণ এশীয় বলায় পাকিস্তানি অভিনেতার কটাক্ষের শিকার হলেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। পাকিস্তানের জনপ্রিয় অভিনেতা আদনান সিদ্দিকি টুইটারে প্রিয়াঙ্কাকে লিখলেন, ”আপনার জেনারেল নলেজটা একটু বাড়িয়ে নিন!”

তা ঠিক কী ঘটেছে?

Advertisement

আসলে স্টার ওয়ার্সের নতুন ছবির পরিচালক শারমিন ওবাইদ চিনয়কে টুইটারে শুভেচ্ছা জানান প্রিয়াঙ্কা চোপড়া। প্রিয়াঙ্কা লেখেন, ‘এটা একটা ঐতিহাসিক ঘটনা। স্টার ওয়ার্স ছবির প্রথম মহিলা পরিচালক শারমিন এবং তিনি দক্ষিণ এশীয়।’

[আরও পড়ুন: এবার পুজোয় সিনেপর্দায় ফিরছেন কোয়েল মল্লিক, প্রকাশ্যে ‘জঙ্গলে মিতিন মাসি’র ঝলক ]

প্রিয়াঙ্কার এই টুইট দেখেই রীতিমতো ক্ষেপে গেলেন পাকিস্তানি অভিনেতা আদনান। তিনি প্রিয়াঙ্কাকে টুইট করে লিখলেন, ‘আপনার জেনারেল নলেজটা একবার ঝালিয়ে নিন। কেননা, শারমিন সবার আগে একজন পাকিস্তানি।’

বলিউডের ‘দেশি গার্ল’ বহুদিন ধরেই বিদেশে থাকেন। ‘কোয়ান্টিকো’র পর থেকে হলিউডে মন দিয়েছেন তিনি। আর মন দিয়েছেন মার্কিন পপ তারকা নিক জোনাসকে। ১০ বছরের ছোট নিকের সঙ্গে ২০১৮ সালে সম্পর্কে জড়ান প্রিয়াঙ্কা। অল্প সময়েই প্রিয়াঙ্কাকে প্রপোজ করেন নিক। বিয়ে করতে দেরি করেননি প্রিয়াঙ্কা। ভারতে এসেই বিয়ে সেরেছেন অভিনেত্রী। রাজস্থানের উমেদ ভবনে জমকালো আয়োজন হয়। সেখানেই হিন্দু ও খ্রিস্টান মতে নিককে বিয়ে করেন তিনি। বিয়ের পর আমেরিকায় চলে যান প্রিয়াঙ্কা। এর মধ্যে একাধিক হলিউড ছবিতে অভিনয় করেছেন।

[আরও পড়ুন: মা হচ্ছেন অভিনেত্রী ঋদ্ধিমা চক্রবর্তী, পয়লা বৈশাখেই জানালেন সুখবর ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement