সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুলওয়ামায় জঙ্গিহানার পালটা জবাব দিয়েছে ভারত৷ এয়ারস্ট্রাইকের পর বায়ুসেনার সাফল্যে ধন্য ধন্য রব তুলেছে গোটা দেশ৷ আর পাঁচজন বলি সেলেবদের মতো বায়ুসেনার কৃতিত্বে খুশি প্রিয়াঙ্কা চোপড়াও৷ কিন্তু তাতেই চরম পাক হুঁশিয়ারির মুখোমুখি অভিনেত্রী৷ দাবি উঠেছে ইউনিসেফের দূতের সম্মান কেড়ে নেওয়ারও৷
গত ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে হামলা চালায় জইশ জঙ্গি৷ এই ঘটনায় শহিদ হন চল্লিশেরও বেশি জওয়ান৷ তারপর থেকেই প্রতিশোধের আগুন জ্বলছিল ভারতবাসীর মনে৷ তাই ২৬ ফেব্রুয়ারি পাকিস্তানকে এর যোগ্য জবাব দেয় ভারতীয় বায়ুসেনা৷ মিরাজ-২০০০ বোমারু বিমানের হামলায় ধ্বংস করে দেওয়া হয় বালাকোটের একাধিক জঙ্গি ঘাঁটি৷ তাতে খুশি হন ভারতবাসী৷
আর পাঁচজনের মতো বায়ুসেনার সাফল্যে গর্ব অনুভব করেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া৷ টুইটে লেখেন ‘জয় হিন্দ’৷
Jai Hind #IndianArmedForces 🇮🇳 🙏🏽
— PRIYANKA (@priyankachopra) February 26, 2019
আর তারপর থেকে পাকিস্তানিদের রোষের শিকার পিগি চপস৷ নেটদুনিয়ায় প্রিয়াঙ্কার টুইট নিয়ে চলছে জোর সমালোচনা৷ পাকিস্তানের বাসিন্দারা বলেন, ‘‘নিক ঘরনি ইউনিসেফের দূত৷ তার নিরপেক্ষ হওয়া উচিত৷’’ ইউনিসেফের দূত হয়ে কীভাবে এয়ারস্ট্রাইকের পর ‘জয় হিন্দ’ লিখে টুইট করতে পারেন বলেও প্রশ্ন তাঁদের৷ শুধু টুইটে সমালোচনার ঝড় তুলেই থেমে থাকেননি পাকিস্তানিরা৷ প্রিয়াঙ্কাকে ইউনিসেফের দূত আর রাখা যাবে না বলেও দাবি তাদের৷ স্বপক্ষে নেটদুনিয়ায় সই সংগ্রহেরও কাজ শুরু করেছে পাকিস্তানের নেটিজেনরা৷ ইতিমধ্যেই কয়েক হাজার পাকিস্তানি নাকি ওই পিটিশনে সইও করেছেন৷
পাকিস্তানিদের সমালোচনা নিয়ে যদিও বিন্দু মাত্র মাথাব্যথা নেই কোয়ান্টিকো অভিনেত্রীর৷ তাই তো এ বিষয়ে এখনও একটি শব্দও খরচ করেননি প্রিয়াঙ্কা৷
Can the @UN please take back their ambassadorship from Priyanka Chopra ?
Celebs who fuel wars have no reason to be talking about human rights at any forum.
Someone who ‘apparently’ works for children’s rights, needs to be schooled about the impact of war on children?#SayNoToWar— fatiymah (@liya724) February 27, 2019
Are or were you really Unicef goodwill ambassador? I really don’t know how an artist can praise military actions and especially while being an ambassador of UN. I don’t think this world could ever see peace when peacemakers love wars. #NoWar #PakistanIndia
— Atif Tauqeer (@atifthepoet) February 26, 2019
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.