Advertisement
Advertisement

ফের ভাইরাল প্রিয়া প্রকাশ, এবার প্রকাশ্যে চুমুর ভিডিও

দেখুন সেই বিতর্কিত ভিডিও।

Priya Prakash Varrier trolled in twitter
Published by: Bishakha Pal
  • Posted:February 8, 2019 8:50 pm
  • Updated:February 8, 2019 8:50 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাত্র এক বছর আগের কথা। তাঁর চোখের ইশারায় মজেছিল আট থেকে আশি। এবার আবার তিনি কাঁপন ধরালেন পুরুষ হৃদয়ে। তবে উইংক নয়, এবার প্রিয়া প্রকাশের অস্ত্র ‘চুমু’।

ছবির নাম ‘ওরু আদার লাভ’। এই সপ্তাহের প্রথম দিকে মুক্তি পেয়েছে ছবির টিজার। সেখানে একটি সিনে প্রিয়াকে চুমু খেতে দেখা গিয়েছে। তাও স্কুলের পোশাক পরে। চুমু খাওয়া এমন কিছু নতুন বিষয় নয়। বলিউড, হলিউড, টলিউড, কলিউড; সর্বত্রই এখন চুমুর ছড়াছড়ি। কিন্তু এখানে ব্যাপারটা অন্য। এক তো এখানে নায়িকা স্বয়ং প্রিয়া প্রকাশ ভারিয়ের। আর দ্বিতীয়ত তিনি স্কুল ড্রেস পরে রয়েছেন। ফলে দানা বেঁধেছে বিতর্ক। নেটিজেনরা বলছে, ছবির প্রোমোশনের নামে এসব নিম্নরুচির বিষয়বস্তু প্রচার করা হচ্ছে! নিন্দনীয় ব্যাপার। কেউ আবার এটাকে যৌন বিষয়বস্তু বলেও উল্লেখ করেছেন। কেউ এমনও বলছে যে, যারা স্কুল পড়ুয়া, এসব দেখলে তাদের উপর খারাপ প্রভাব পড়বে। তাই এই ভিডিওটি নিয়ে অভিযোগ তোলারও দাবি তুলেছে তারা। তবে এখনও পর্যন্ত এই নিয়ে কেউ অভিযোগ দায়ের করেনি।

Advertisement

‘মায়ের অন্তর্বাস পরে শুটিং করেছি’, নগরকীর্তন ছবি নিয়ে অকপট ঋদ্ধি ]

রূপোলি পর্দায় প্রথমবার আবির্ভাবেই নজর কেড়েছিলেন প্রিয়া প্রকাশ ভারিয়ের৷ ‘ওরু আদার লাভ’ নামে একটি দক্ষিণী ছবিতে কাজ করেছিলেন তিনি। তাও আবার এক্কেবারে মামুলি লুকে৷ সেখানে এক স্কুল ছাত্রীর ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে। পরনে স্কুল ইউনিফর্ম। ক্লাসে বসেই পাশের বেঞ্চের সহপাঠীর সঙ্গে ফ্লার্ট করছে সেই তরুণী। ব্যস, তাতেই বাজিমাত৷ রাতারাতি বিখ্যাত হয়ে গিয়েছিলেন প্রিয়া প্রকাশ ভারিয়ের। তাঁর কটাক্ষ আর বুলেট চুম্বনে ঘায়েল কিশোরটি। আসলে ঘায়েল হল তাবৎ পুরুষকুল। রাতারাতি নেটদুনিয়ায় সেনসেশন হয়ে ওঠেন প্রিয়া। বহু সেলেব তাঁর প্রশংসাও করেন৷ ওই দৃশ্যই যেমন পরিচিতি এনে দিয়েছিল, তেমনই আবার বিপাকেও পড়েছিলেন প্রিয়া৷

৩০ বছর পর ফের সঞ্চালকহীন অস্কার মঞ্চ, উদ্বেগে হলিউড ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement