সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গল্প হলেও কোথাও যেন সত্যি৷ সত্যি বাঙালির জীবনে৷ একান্নবর্তী পরিবারের অন্দরমহলে৷ যার চালচিত্র পর্দায় ফুটিয়ে তুলেছেন পরিচালক অরিন্দম শীল৷ প্রেক্ষাপট দুর্গাপুজো৷ বাঙালির একান্ত আপন উৎসব৷ পর্দায় যার অকাল বোধন হল শুক্রবার৷
[গাড়ির গতি বেশি হওয়াই কী কাল হল বিক্রম-সোনিকার?]
প্রিমিয়ারের দিনটা যেন মহালয়ার মতো পরিচালক অরিন্দমের কাছে৷ সব প্রস্তুতি শেষ৷ এবার দর্শকের রায়ের পালা৷ তা অবশ্য আসতে বেশ কিছুটা সময় লাগবে৷ এখন শুধুই সেলিব্রেশনের পালা৷ একটা সুন্দর কাজকে উপভোগ করার পালা৷ আত্মবিশ্বাসী হওয়ার পালা৷
কাজ মন দিয়ে করেছেন৷ তাও মনের মধ্যে একটা চাপা টেনশন রয়েই গিয়েছে সোহিনীর৷ মৃন্ময়ী দুর্গার এই চিন্ময়ী রূপ দর্শকদের পছন্দ হবে তো? তনুশ্রীর কাছেও দিনটা মহালয়ার মতোই৷ যেখানে আছে পুজো শুরুর আনন্দ৷ সেলিব্রেশনের আনন্দ৷ এক্সাইটেড সম্পূর্ণাও৷ ব্যক্তিগত সম্পর্ক অরিন্দমদার সঙ্গে৷ ছবিতেও বাড়ির মেয়েই তিনি৷ তাই এই ছবি সবদিক থেকে স্পেশ্যাল তাঁর কাছে৷
বাহুবলী ২-এর মতো সিনেমার সঙ্গে রিলিজ করেছে ‘দুর্গা সহায়’৷ এর জন্য আলাদা কোনও প্রেশার ছিল কী? একেবারেই নয়, জানালেন অরিন্দম শীল৷ কারণ নিজের কাজের উপর সম্পূর্ণ বিশ্বাস রয়েছে তাঁর৷ এ ছবি বাংলার ছবি৷ বাঙালির ছবি৷ তাঁর সবচেয়ে প্রিয় উৎসবের ছবি৷ তাই বাঙালি একে কাছে টেনে নেবেনই এমনটাই মনে করেন তিনি৷ এভাবেই বাংলা সিনেমাকে সাপোর্ট করা উচিত বলে মনে করেন সোহিনী, তনুশ্রী, সম্পূর্ণাও৷ গোটা টিমকে শুভেচ্ছা জানাতে এসেছিলেন মমতা শংকর, ঋতাভরী চক্রবর্তীর মতো তারকারাও৷
[তিন তালাক নিয়ে রাজনীতি করবেন না, আর্জি প্রধানমন্ত্রী মোদির]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.