Advertisement
Advertisement

জানেন, এবার কোন নয়া চমক নিয়ে আসছেন ‘বাহুবলী’ প্রভাস?

ভাল ছবির স্বার্থেই প্রভাসের সঙ্গে কাজ করতে চান এই পরিচালক।

Prabhudheva to direct ‘Baahubali’ Prabhas’s next venture
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 30, 2017 11:17 am
  • Updated:June 30, 2017 11:26 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘বাহুবলী ২’র জনপ্রিয়তায় ভর করে প্রভাস এখন ভারতের বাইরেও স্টার। এমনকী ভারতীয় সিনেমার জগতেও এখন সবচেয়ে বেশি চর্চিত তিনিই। বিজ্ঞাপন থেকে সিনেমা- তাঁর কাছে এখন অসংখ্য অফার। আপাতত মুক্তির অপেক্ষায় তাঁর ছবি ‘সাহু’। ইতিমধ্যেই বলিউডের অন্দরে ঘুরপাক খাচ্ছে একটাই প্রশ্ন। কবে বলিউডে ডেবিউ করছেন প্রভাস? কখনও শোনা যাচ্ছে করণ জোহরের সিনেমাতেই বলিপাড়ায় পা রাখতে চলেছেন তিনি ।কখনও আবার শোনা যাচ্ছে রোহিত শেঠির ছবিতে ডেবিউ করবেন।

[১১ কেজি ওজন কমিয়ে নয়া লুকে তাক লাগালেন মাধবন]

Advertisement

সম্প্রতি এক সাক্ষাৎকারে পরিচালক প্রভু দেবা জানিয়েছেন, আপাতত প্রভাস তাঁর তেলুগু ছবি ‘সাহু’র কাজে ব্যস্ত। এরপরই তাঁর সঙ্গে একই ছবিতে কাজ করতে চান প্রভু। শুধুমাত্র বক্স অফিসে লাভের জন্য কারোর সঙ্গে ছবি বানাতে চান না তিনি। ভাল ছবির স্বার্থেই একসঙ্গে কাজ করতে চান প্রভাসের সঙ্গে। তবে সে ছবি হিন্দি হবে না তেলুগু, সে নিয়ে রয়েছে দ্বন্দ্ব। কারোর কারোর মতে দুই ভাষাতেই তৈরি হতে পারে এই ছবি।

[ছবির প্রচার ছেড়ে লন্ডনে কী করছেন অক্ষয়?]

প্রভু দেবার সঙ্গে অনেক পুরনো সম্পর্ক প্রভাসের। প্রভুর হিন্দি ছবি ‘অ্যাকশন জ্যাকশন’-এ গেস্ট অ্যাপিয়ারেন্সে দেখা গিয়েছিল প্রভাসকে। কিছুদিন আগে করণ জোহরের পার্টিতেও একসঙ্গে দেখা গিয়েছে তাঁদের। তারই মাঝে প্রভু দেবার এই বক্তব্যে মনে হচ্ছে এবার আর ক্যামিও নয়, একেবারে পুরোদস্তুর হিরো হিসাবেই নিজের ছবিতে প্রভাসকে সাইন করাতে চলেছেন পরিচালক।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement