Advertisement
Advertisement

নতুন ছবির পোস্টারেই প্রশংসিত কঙ্কণা

কঙ্কণার ছবিটি নিয়ে এখন থেকেই আগ্রহ তুঙ্গে৷

Poster Release of Konkona Sen Sharma's first film
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 6, 2016 6:06 pm
  • Updated:September 6, 2016 8:22 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এতদিন ছিলেন দু’বারের জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রী৷ এবার তিনি পরিচালকের ভূমিকায়৷ মায়ের পরম্পরা ধরে রাখতে কঙ্কণা সেনশর্মা যে তৈরি তা বোঝা গিয়েছিল যখন তাঁর প্রথম পরিচালিত ছবি ‘আ ডেথ ইন দ্য গঞ্জ’-এর ট্রেলার প্রকাশ হয়৷ তখন থেকেই বলিউড-টলিউড উচ্ছ্বসিত অপর্ণা তনয়ার প্রতিভার জৌলুসে৷ আগামী ৮ সেপ্টেম্বর শুরু হতে চলা টরেন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল স্পেশাল প্রেজেন্টেশন সেকশনে প্রিমিয়ার হবে কঙ্কণার প্রথম ছবিটির৷ তার আগেই কঙ্কণা নিজেই সামনে এনেছেন তাঁর ছবির প্রথম পোস্টার৷ সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই পোস্টারটি নিয়ে প্রশংসার ঝড়৷ জোয়া আখতার, রজত কাপুর, কুণাল কাপুর, সুমন মুখোপাধ্যায়, সুমন ঘোষ, সুদীপ্তা চক্রবর্তী, রঞ্জন পালিত-সহ টলিউড ও বলিউডের আরও অনেকে কঙ্কণাকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন৷

কঙ্কণা নিজে জানিয়েছেন, পোস্টারটি ‘ডিনামাইট’-এর ডিজাইন করা৷ এত চমৎকার ডিজাইন, দেখলে মনে হয়, একটা উপন্যাসের বইয়ের কভার যেন৷ আর পাঁচটা চলতি হিন্দি বা বাংলা ছবির পোস্টারের সঙ্গে কোনও মিল নেই ‘দ্য ডেথ ইন দ্য গঞ্জ’-এর পোস্টারের৷ দোসর, মিঃ অ্যান্ড মিসেস আইয়ার, পেজ থ্রি, ওয়েক আপ সিড, তলওয়ার পেরিয়ে কঙ্কণা এখন পুরোদস্তুর পরিচালকের ভূমিকায়৷ তাঁর এই ছবিটি ১৯৭০-এর প্রেক্ষাপটে নির্মিত৷ একটি পরিবার, সতু নামে একটি ছেলের চোখ দিয়ে দেখা যাবে ম্যাকলাক্সিগঞ্জে ছুটি কাটাতে যাওয়ার জার্নি এবং তার প্রেক্ষিতে পরিবারটির সঙ্গে জড়িয়ে থাকা ঘটনাপ্রবাহ, যা হয়তো বদলে দেবে অনেককিছুই৷ থ্রিলার, কিন্তু শুধুই থ্রিলার এমনটা বলা যাবে না৷ মাল্টিলিংগুয়্যাল এ ছবির সিংহভাগ শুটিং হয়েছে ঝাড়খণ্ডে৷ মুখ্য ভূমিকায় বিক্রান্ত ম্যাসি৷ এছাড়া অন্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন, কল্কি কোয়েচলিন (এই ছবিতে তিনি বাঙালিনি মিতালি), তিলোত্তমা সোম (কিসসা খ্যাত), গুলশন ডেভাইয়া, ওম পুরি৷ এছাড়া কঙ্কণার প্রাক্তন স্বামী রণবীর শোরেও আছেন একটি ইন্টারেস্টিং চরিত্রে৷ আর রয়েছেন ‘নিরজা’ খ্যাত জিম সার্ভ৷ শোনা যাচ্ছে, এর সঙ্গেই নাকি কল্কি ডেট করছেন৷ ৮-১৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে টরেন্টো ফিল্ম ফেস্টিভ্যাল৷ কঙ্কণার ছবিটি নিয়ে এখন থেকেই আগ্রহ তুঙ্গে৷ এছাড়া ছবিটি দেখানো হবে বুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালেও৷ এই ছবিটি ছাড়াও সেখানে প্রদর্শিত হবে বুদ্ধদেব দাশগুপ্তর টোপ এবং সুমন ঘোষের ‘মি আমোর’৷ নিঃসন্দেহে বলা যায় এই ফেস্টিভ্যালে কঙ্কণার ছবিটি দর্শকের নজর কাড়বে৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement