Advertisement
Advertisement

মিল্কশেক বানিয়ে নেট দুনিয়ায় ঝড় তুললেন লাস্যময়ী পুনম

দেখুন সেই আবেদনময় ভিডিও৷

 Poonam Pandey's milkshake video on Insta
Published by: Tanujit Das
  • Posted:March 4, 2019 9:36 pm
  • Updated:March 4, 2019 9:36 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নেটদুনিয়ায় তাঁর উপস্থিতি মানেই নতুন কিছু। সোশ্যাল মিডিয়ায় একবার শরীরী আবেদনের খেলায় মাতলে, লক্ষাধিক লাইক তো মিলেই যায়। উৎসব যাই হোক, কিংবা নাই হোক, সোশ্যাল মিডিয়ার লাইমলাইট ছিনিয়ে নিতে দেরি হয় না পুনম পাণ্ডের। কখন কী করতে হয়। কেমন করে সকলের দৃষ্টি আকর্ষণ করতে হয়, সে বিষয়ে পুনম সিদ্ধহস্ত। এবারও তাতে কোনও অন্যথা করলেন না লাস্যময়ী৷ মিল্কশেক তো বাড়িতে আনেকেই তৈরি করেন৷ কিন্তু সেই তৈরির পদ্ধতিকে কীভাবে আবেদনময় করে তোলা যায়, এবার তাই দেখালেন পুনম৷

[বিশেষ ক্ষমতাসম্পন্ন পর্বতারোহীর চরিত্রে আলিয়া ]

Advertisement

সোশ্যাল মিডিয়ায় দর্শকদের জন্য ছবি কিংবা ভিডিও দিতে কার্পণ্য করেন না পুনম। উষ্ণতার মধ্যেও আবছা শালীনতা রাখেন। বাকিটা অনুরাগীদের কল্পনার উপর ছেড়ে দেন। সম্প্রতি এমনই একটি ভিডিও ইনস্টাগ্রামে দিলেন তারকা। মিল্কশেক তৈরির কৌশলকে আরও আবেদনময় করে তুললেন তিনি৷ এবং তাতেই ধরা পড়ে যায় পুনমের অর্ধ উন্মুক্ত স্তন যুগল৷ ভিডিওটি দেওয়ার পাশাপাশি পুনম বুঝিয়েদেন, এটা ট্রেলর মাত্র৷ আরও ভিডিও রয়েছে পুনম পাণ্ডে অ্যাপে৷ ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে পুনমের এই মিল্কশেক তৈরির ভিডিও৷ ঝড় উঠেছে লাইক, শেয়ার ও কমেন্টে৷

[বনশালির ছবিতে একসঙ্গে অভিনয় করবেন অভিষেক-ঐশ্বর্য]

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

My Milkshake is better than yours. Full Video on #ThePoonamPandeyApp

A post shared by Poonam Pandey (@ipoonampandey) on

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement