Advertisement
Advertisement

শুধু স্মার্টফোনেই মিলবে পুনমের অ্যাডাল্ট ছবি ‘দ্য উইকএণ্ড’!

ছবি নিয়ে ইতিমধ্যেই আগ্রহ তুঙ্গে৷

 Poonam Pandey releases trailer of adult short movie 'The weekend'
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 4, 2016 7:31 pm
  • Updated:September 4, 2016 7:31 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুনম মানেই বিতর্ক৷ পুনম মানেই নতুন কিছু৷ সে যোগব্যায়ামের ভিডিও হোক কিংবা নতুন একটা সেলফি- পুনম পাণ্ডে মানেই প্রচারের আলো নিজের দিকে ফিরিয়ে নেওয়া৷ এবার আরও একবার সে কাজটি করলেন তিনি৷ স্মার্টফোন ব্যবহারকারী ভক্তদের জন্য তাঁর স্পেশাল উপহার ‘দ্য উইকএণ্ড’৷ আদতে সেটি একটি শর্ট অ্যাডাল্ট মুভি, যা শুধু মুক্তি পাবে স্মার্টফোনেই৷

আজ হাতে হাতে সকলেরই মোবাইল৷ আর তাই মোবাইল মারফত সরাসরি হাতে হাতেই পৌঁছে যেতে চান পুনম৷  আরিয়ান সিংয়ের পরিচালনায় এ ছবি শুধুমাত্র নাকি স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য৷ পুনম আর একজনের সঙ্গে নিজেই প্রযোজনা করছেন ছবিটির৷

Advertisement

নয়া এই ইরোটিক থ্রিলার নিয়ে প্রশংসায় পঞ্চমুখ পুনম৷ জানিয়েছেন শুট করতে গিয়ে এমন সব অভিজ্ঞতা হয়েছে যা নাকি রীতিমতো ভয়ের৷ যেহেতু সেন্সরের ঝক্কি নেই তাই এ ছবি নিয়ে ইতিমধ্যেই আগ্রহ তুঙ্গে৷ থাকল ছবির টিজারের এক ঝলক৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement