সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভা ভোটের মুখে নয়, বরং প্রথম দফার ভোটের দিনই মুক্তি পাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবির পরিচালক উমঙ্গ কুমার টুইট করে জানিয়ে দিলেন, আগামী ১১ এপ্রিল মুক্তি পাচ্ছে ‘পিএম নরেন্দ্র মোদি’। সেই সঙ্গে রয়েছে আরও একটি চমকপ্রদ খবর। ‘পিএম নরেন্দ্র মোদি’র অভিনেতা বিবেক ওবেরয় এবার গুজরাটে বিজেপির হয়ে প্রচার করবেন। বিজেপির তারকা প্রচারকদের তালিকায় নাম রয়েছে তাঁর৷
শুক্রবারই ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু একাধিক মামলার গেরোয় পড়ে বিতর্কের সৃষ্টি হয়। ছবি মুক্তিতে নিষেধাজ্ঞা চেয়ে আদালত এবং নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় বিরোধীরা। ছবির প্রযোজকদের নোটিসও পাঠানো হয়। এরই মধ্যে আবার নির্ধারিত দিনে ছবি মুক্তির আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন প্রযোজকরা। বৃহস্পতিবার ছবিটি সংক্রান্ত মামলার দ্রুত শুনানির আরজি জানানো হয়েছিল। কিন্তু সেই আরজি খারিজ করে শীর্ষ আদালত জানায়, আগামী ৮ এপ্রিলের আগে এই মামলার শুনানি সম্ভব নয়।
তাই বাধ্য হয়েই নির্ধারিত দিনে ছবিটি রিলিজ করা যায়নি। বিতর্কের মধ্যেই, নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। পরিচালক উমঙ্গ কুমার জানিয়েছেন, আগামী ১১ এপ্রিল মুক্তি পাবে ‘পিএম নরেন্দ্র মোদি’। শুক্রবার নয়, বৃহস্পতিবারই ঠিক হয়েছে মুক্তির দিন। কিন্তু কেন বৃহস্পতিবার? তা জানাননি নির্মাতারা। তবে, মনে করা হচ্ছে প্রথম দফার ভোটের দিনই ছবি মুক্তি পাক, চাইছেন প্রযোজকরা। এরই মধ্যে আরও একটি তাৎপর্যপূর্ণ খবর সামনে এসেছে। এবার প্রকাশ্যেই বিজেপির হয়ে প্রচার করবেন ‘পিএম নরেন্দ্র মোদি’র মূল চরিত্রাভিনেতা বিবেক ওবেরয়। গুজরাটে বিজেপির হয়ে প্রচারে যাবেন তিনি।
New release date for #PMNarendraModi: 11 April 2019 [Thursday release]… Stars Vivek Anand Oberoi in title role… Directed by Omung Kumar B… Produced by Sandip Ssingh, Suresh Oberoi, Anand Pandit and Acharya Manish. pic.twitter.com/erkcjHtBP1
— taran adarsh (@taran_adarsh) April 5, 2019
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.