Advertisement
Advertisement

Breaking News

Paresh Rawal

‘জানি, ওঁদের কোনও এজেন্ডা নেই’, সরকারের সমালোচনায় শাহরুখ-আমিরদের কথা শুনতে চান পরেশ

'নাসির ভাই আছেন বলে নিজেকে নিরাপদ মনে করি', বললেন বলিউডের সহকর্মী পরেশ রাওয়াল।

Paresh Rawal welcomes criticism of Modi Govt from Shah Rukh Khan, Amir Khan
Published by: Sucheta Sengupta
  • Posted:April 28, 2025 4:19 pm
  • Updated:April 28, 2025 4:58 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একসময় তিনি ছিলেন কেন্দ্রের ক্ষমতাসীন দল বিজেপির সাংসদ। তবে গেরুয়া শিবিরের মতো গোঁড়া মানসিকতার নন। বরং মন খুলে মোদি সরকারের সমালোচনা শুনতে আগ্রহী তিনি। দলীয় নীতি, অনুশাসনের চেয়েও তাঁর কাছে সহকর্মীরা অধিক প্রিয়। মনে করেন, শাহরুখ খান, আমির খান কিংবা নাসিরুদ্দিন শাহরা সরকারের সমালোচনা করলে তা মন দিয়ে শোনা দরকার। বলছি বলিউড অভিনেতা পরেশ রাওয়ালের কথা। সিনেমায় কমেডি চরিত্রই হোক বা গুরুগম্ভীর ব্যক্তিত্ব হিসেবে নিজের অভিনয় দক্ষতা বুঝিয়ে দিয়েছেন অনেক আগেই। রিল জগৎ থেকে বেরিয়ে ‘রিয়েলে’ও জনপ্রিয়তা প্রমাণ করেছেন পরেশ রাওয়াল, সাংসদ হয়ে। অনেক বিতর্কেও জড়িয়েছেন। তবে এবার সহিষ্ণুতার পাঠই দিলেন তিনি।

সম্প্রতি এক জনপ্রিয় ইউটিউব চ্যানেলের সাক্ষাৎকারে পরেশ রাওয়াল বলেন, ”যদি নাসির ভাই (নাসিরুদ্দিন শাহ), আমির কিংবা শাহরুখর কিছু বলতে চান, আমি তাঁদের না বলতে পারি না। আমি তাঁদের কথা মন দিয়ে শুনব। কারণ, আমি জানি যে তাঁদের কোনও গোপন এজেন্টা নেই। কাউকে অযথা ফালাফালা করে দেওয়ার মতো অস্ত্রও নেই। তাঁরা যা বলবেন, তা আমার ভালোর জন্যই বলবেন। আমাদের সকলের সঙ্গে সকলের সম্পর্ক খুব ভালো। তাই আমি শুনব, ভাবব এবং নিজেকে আরও উন্নত করার চেষ্টা করব। আমি ওঁদের শ্রদ্ধা করি, ওঁরাও আমাকে ভালোবাসে।” নাসিরুদ্দিন শাহর ভূয়সী প্রশংসা করে পরেশ রাওয়াল আরও বলেন, ”নাসির ভাই যখন কিছু বলেন, মন থেকেই বলেন। এসব মানুষ চারপাশে আছেন বলেই আমি নিজেকে খুব নিরাপদ মনে করি। নইলে নিজেকে ডিঙিয়ে অন্য কিছুতে চোখ রাখা মুশকিল।”

Advertisement

এর আগে একই ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছিলেন নাসিরপত্নী রত্না শাহ পাঠক। তাঁর রাজনৈতিক মতাদর্শ আলাদা হলেও বলিউডে কাজের ক্ষেত্রে সহকর্মী হিসেবে পরেশ রাওয়ালের প্রশংসাই করেছিলেন তিনি। রত্না বলেছিলেন, ”আমরা এমন একটা সময় আছি, যখন ব্যক্তিগত রাজনৈতিক পছন্দ-অপছন্দ পারস্পরিক সম্পর্ককে প্রভাবিত করতে পারে না। ইদানিং তবু কিছুটা এসব হচ্ছে। তবে আমি যতদিন থাকব, এটা হতে দেবই না। আমি নিজে যাঁকে পছন্দ করি, তাঁর রাজনৈতিক পরিচয় নিয়ে আমার কোনও মাথাব্যথা নেই।” বলিউডে বহুল জনপ্রিয় ছবি ‘জানে তু ইয়া জানে না’, ‘হম দো হামারে দো’তে একসঙ্গে কাজ করেছিলেন রত্না এবং পরেশ। তার পরিপ্রেক্ষিতেই এসব কথা বলেন নাসিরপত্নী। এবার পরোক্ষে রত্নার সেই উদার মানসিকতার পালটা নাসিরউদ্দিন, শাহরুখ, আমিরদের নিয়ে সহিষ্ণুতার বার্তা দিলেন পরেশ রাওয়াল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement