Advertisement
Advertisement

মোদির বায়োপিকে পরেশ রাওয়াল, কেমন চলছে সিনেমার প্রস্তুতি?

কাজটা কতটা কঠিন নিজেই জানালেন অভিনেতা৷

Paresh Rawal to act in PM Modi biopic
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 6, 2018 6:11 pm
  • Updated:June 6, 2018 6:11 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরেশ রাওয়াল। নামটা শুনলেই মনে পরে যায় এমন একজন অভিনেতাকে, যিনি সব চরিত্রেই সমান ভাবে সাবলীল অভিনয় করেন৷ ‘ফির হেরা ফেরি’, ‘গরম মশালা’, ‘ওয়েলকাম’, ‘দে দনা দন’ ও মুক্তির অপেক্ষায় থাকা ‘সঞ্জু’-র মতো একশোরও বেশি সিনেমায় নিজের চরিত্রদের জীবনদান করেছেন তিনি৷ অভিনেতা জীবনে পেয়েছেন একাধিক সম্মান৷ এহেন পরেশ রাওয়ালকেই এবার দেখা যাবে এক বিশেষ চরিত্রে৷ নরেন্দ্র মোদির বায়োপিকে প্রধানমন্ত্রীর চরিত্রে অভিনয় করছেন তিনি৷ আগামী সেপ্টেম্বর বা অক্টোবর মাসেই শুরু হবে ছবির কাজ৷ সূত্রের খবর, সামনের বছর লোকসভা ভোটের আগেই মুক্তি পেতে পারে সিনেমাটি৷

[সরকারি আধিকারিকদের থেকে ঢের ভাল যৌনকর্মীরা, বিজেপি নেতার বক্তব্যে চাঞ্চল্য]

Advertisement

গতবছরই ঘোষণা হয়েছিল এই ছবি৷ প্রবল গুঞ্জণ উঠেছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চরিত্রে অভিনয় করতে পারেন অক্ষয় কুমার৷ কিন্তু সম্প্রতি একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পরেশ রাওয়াল নিশ্চিত করেন মুখ্যচরিত্রে তাঁর কাজ করার বিষয়টি৷ পাশাপাশি তিনি আরও জানান, প্রধানমন্ত্রী মোদির চরিত্রে অভিনয় করা অন্যতম একটি কঠিন কাজ৷ তবে সেই চরিত্রে কাজ করার জন্য মুখিয়ে রয়েছেন তিনি৷ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে ছবির প্রস্তুতি পর্ব৷ চিত্রনাট্য ও পোস্ট প্রোডাকশন কাজ চলছে৷ জানলে অবাক হবেন, কেবল অভিনয়ই না, সিনেমাটি প্রযোজনাও করছেন পরেশ রাওয়াল নিয়ে৷ ‘ও মাই গড’-এর পর এটা তাঁর দ্বিতীয় প্রযোজিত ছবি৷

[মাধুরীর সঙ্গে একান্তে সাক্ষাৎ অমিতের, তবে কি অভিনেত্রী এবার বিজেপিতে?]

মুক্তির অপেক্ষায় থাকা সঞ্জয় দত্তের বায়োপিকে তাঁর বাবা সুনীল দত্তের চরিত্রে অভিনয় করছেন পরেশ রাওয়াল৷ ইতিমধ্যেই ছবিটি দেখে তাঁর অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন সিনেমা বিশেষজ্ঞরা৷ এর আগে, ১৯৯৪-তে সর্দার বল্লভ ভাই প্যাটেলের চরিত্রে অভিনয় করেছিলেন পরেশ রাওয়াল৷ বিজেপির সঙ্গে পরেশ রাওয়ালের সম্পর্ক দীর্ঘদিনের৷ বিজেপির টিকিটে আহমেদাবাদ পূর্ব লোকসভা কেন্দ্র থেকে সাংসদ হয়েছেন তিনি৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement