সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বন্ধুত্ব। এমন এক সম্পর্ক যা সামজিকতার বাইরে। এখানে বয়সের কোনও বাধা নেই। নেই কোনও বাহ্যিক গতানুগতিকতা। আছে কেবল নিখাদ ভালবাসা। যার জোরে অনেক কঠিন পথ পেরিয়ে যাওয়া সম্ভব। এমনই এক অন্যরকম বন্ধুত্বের কাহিনি এবার বলতে চলেছেন পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়। হ্যাঁ, ফের একবার ক্যামেরার নেপথ্যে পরমব্রত। এবার এনেছেন উমা ও বিটলুর ব্যতিক্রমী বন্ধুত্বের গাথা, ‘সোনার পাহাড়’। প্রকাশ্যে এল ছবির টিজার।
Their friendship is unconventional, yet their journey is extraordinary. Delve into the beautiful world of Uma and Bitlu.
Presenting d #OfficialTeaser of #ShonarPahar: https://t.co/ff9pgzCBHL@paramspeak @Jisshusengupta @GargiBolchhi @greentouchent @pssent @SISE_IN— Roadshow Films (@Roadshow_Films) April 12, 2018
পরিচালক পরমের হাত ধরেই বহুদিন বাদে বাংলার পর্দায় ফিরলেন তনুজা। তাঁকে কেন্দ্র করেই আবর্তিত হয়েছে ছবির কাহিনি। পরম নিজেও রয়েছেন, সঙ্গে যিশু সেনগুপ্ত, অরুণিমা ঘোষ, গার্গী রায়চৌধুরি। বিশেষ ভূমিকায় দেখা যাবে সৌমিত্র চট্টোপাধ্যায়কে। বহু বছর বাদে একই সিনেমায় থাকছেন সৌমিত্র-তনুজা।
[‘জিরো’র সেটে বাঙালি বধূর সাজে ক্যাটরিনা, ভাইরাল ছবি]
বলিউড-টলিউডে সমানতালে কাজ চালিয়ে যাচ্ছেন পরমব্রত। সাফল্যের ইঁদুর দৌড়ে কোনওদিনই শামিল হননি অভিনেতা-পরিচালক। বরং ভাল সিনেমা দর্শকদের উপহার দেওয়াই তাঁর বরাবরের লক্ষ্য। সেই তাগিদেই ‘খেলেছি আজগুবি’র পর ফের একবার ক্যামেরার পিছনে তিনি। এপ্রিল মাসের ১১ তারিখ প্রকাশ্যে এসেছিল ছবির মোশন পোস্টার।
A heart-warming story of an unconventional friendship and their extraordinary journey on the road less travelled by!
Presenting the Official First Look Motion Poster of #ShonarPahar, directed by @paramspeak & Starring #TanujaMukherjee, #Parambrata @Jisshusengupta & others pic.twitter.com/Fd5Dg4H6LE— Roadshow Films (@Roadshow_Films) April 11, 2018
আর বৃহস্পতিবার সামনে এল নতুন এই টিজার। যাতে ফেলে আসা পথে নতুন বন্ধুত্বের পথ চলার কাহিনি তুলে ধরেছেন পরিচালক পরম। খুব শিগগিরিই দর্শকদের দরবারে মুক্তি পাবে ‘সোনার পাহাড়’। তবে যেটুকু ঝলক প্রকাশ্যে এসেছে তাতে আনকোরা এই গল্প দর্শকদের মন জয় করবে বলেই আশা সিনেপ্রেমীদের।
[দেশের প্রথম সুপারস্টার কুন্দনলাল সায়গলকে স্মরণ গুগল ডুডলে]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.