Advertisement
Advertisement

Breaking News

ফের বলিউড ছবিতে পাওলি, প্রকাশ্যে ‘হালকা’র ট্রেলার

এবার ডি-গ্ল্যাম চরিত্রে মাত করলেন নায়িকা। দেখুন ভিডিও।

Paoli dam again in bollywood, Halkaa trailer is out
Published by: Suparna Majumder
  • Posted:August 9, 2018 4:19 pm
  • Updated:August 9, 2018 4:19 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘হেট স্টোরি’-র পর বলিউডে অনেক অফার পেয়েছিলেন। কিন্তু সবই এক ধরনের। শরীর সর্বস্ব চরিত্র। কিন্তু একজন অভিনেত্রীর চাহিদা থাকে অন্য। থাকে ক্যামেরার সামনে বৈচিত্র ফুটিয়ে তোলার তাগিদ। সেই তাগিদের অভাবেই জনপ্রিয়তা পাওয়া সত্ত্বেও বলিউডে আর তেমনভাবে দেখা যায়নি পাওলি দামকে। কিন্তু এবার অভাব মিটেছে। সৌজন্যে পরিচালক নীল মাধব পাণ্ডা। ‘আই অ্যাম কালাম’, ‘কড়ভি হাওয়া’-র পরিচালক এবার প্রকাশ্যে শৌচকর্ম নিয়ে ছবি তৈরি করেছেন। ছবির মুখ্য চরিত্র পিচকু। দরিদ্র পরিবারের পিচকুর বস্তির নোংরা শৌচালয়ে যেতে একদম ভাল লাগে না। রিকশচালক বাবার (রণবীর শোরে) মতো প্রকাশ্যে শৌচকর্ম করতেও অসহ্য লাগে। জীবনে তাঁর একটাই স্বপ্ন পরিচ্ছন্ন ‘টয়লেট’। পিচকুর মায়ের চরিত্রেই দেখা যাবে পাওলিকে।

[‘আমার মতো বুড়ো নয়, রাজনীতিতে তরুণ রক্ত দরকার’]

Advertisement

এমন একটা চরিত্রই বহুদিন ধরে বলিউডে ফেরার জন্য খুঁজছিলেন পাওলি। হাসির মোড়কে পুরো কাহিনি বলেছেন পরিচালক। ছবির নামও রেখেছেন ‘হালকা’। নাম শুনেই হেসে ফেলেছিলেন পাওলি। তবে ডি-গ্ল্যাম চরিত্রটি ভীষণ ভাল লাগে তাঁর। এই প্রথম কোনও ছবিতে মায়ের চরিত্র করছেন নায়িকা। প্রথমে একটু দ্বিধাবোধ থাকলেও, শুটিং শুরু হতেই তা কেটে যায়। এর ক্রেডিট নিজের মা-কে দিয়েছেন পাওলি। মায়ের খুব কাছের তিনি। তাঁর থেকে অনুপ্রাণিত হয়েই এ চরিত্র ফুটিয়ে তুলেছেন। ইতিমধ্যেই একাধিক আন্তর্জাতিক উৎসবে স্বীকৃতি পেয়েছে ছবিটি। মুক্তি পাবে সেপ্টেম্বর মাসের ৭ তারিখ।

প্রকাশ্যে শৌচকর্মের বিরুদ্ধে ইতিমধ্যেই সওয়াল তুলেছেন অক্ষয় কুমার। বক্স অফিসে সাফল্য পেয়েছে তাঁর ‘টয়লেট এক প্রেম কথা’। নতুন এই ছবির বার্তা এক হলেও গল্প একেবারে আলাদা।    

[প্রকাশ্যে ‘মনমর্জিয়াঁ’-র ট্রেলার, রোম্যান্টিক ছবিতে হাতেখড়ি অনুরাগের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement