Advertisement
Advertisement

আবারও জুটি বাঁধছেন পাওলি-ঋত্বিক

‘মাছের ঝোল’, ‘আহারে মন’ ছবিতে স্ক্রিন শেয়ার করেছিলেন দুজনে৷

Paoli and ritwick team up again
Published by: Sayani Sen
  • Posted:February 14, 2019 3:09 pm
  • Updated:February 14, 2019 3:09 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতিমের হাত ধরে আবারও স্ক্রিনে ফিরছে পাওলি-ঋত্বিক জুটি৷ ছবির নাম ‘ইংক’৷ প্রেমের মরশুমে কোনও মিষ্টি সম্পর্কের গল্পে তাঁদের দেখা যাবে, একথা ভাবলে ভুল করছেন৷ বরং এক্কেবারে তার বিপরীত৷ ক্রাইম থ্রিলার ছবিতে দেখা যাবে পাওলি এবং ঋত্বিককে৷

[‘কষ্ট দিয়ে থাকলে ক্ষমা চেয়ে নেব’, কঙ্গনা প্রসঙ্গে মুখ খুললেন আলিয়া]

প্রতিমের বরাবরই প্রথম পছন্দ পাওলি এবং ঋত্বিককে৷ তাই তো তাঁদের বারবারই প্রতিমের সৌজন্যে স্ক্রিন শেয়ার করতে দেখা গিয়েছে৷ ‘আহারে মন’ ছবিতে শেষবার একসঙ্গে কাজ করেছেন দু’জনে৷ এর আগে ‘মাছের ঝোল’, ‘মিরচি মালিনি’-তেও এই জুটিকে দেখা গিয়েছিল৷ যদিও এবারের ছবির গল্প আগের তুলনায় এক্কেবারে অন্যরকম৷ ‘ইংক’ মূলত ক্রাইম থ্রিলার ছবি৷ ওই ছবিতে একজন সাংবাদিকের ভূমিকায় দেখা যাবে ঋত্বিককে৷ একটি ইংরাজি দৈনিকে কাজ করেন তিনি৷ আবহাওয়া সংক্রান্ত খুঁটিনাটি আপডেট দেওয়াই তাঁর কাজ৷ এছাড়া তেমন কোনও বড়সড় ঘটনা কভার করেননি ওই সাংবাদিক৷ কিন্তু একদিন সবকিছু ওলটপালট হয়ে যায়৷ সকাল সকাল এক অভিনেত্রীকে নিয়ে চমকপ্রদ খবর সবার আগে জানতে পারেন ঋত্বিক৷ শিরোনামে চলে আসা ওই খবর বদলে দেয় ঋত্বিকের জীবন৷ কাজের সূত্রে সাংবাদিকের আলাপ হয় অভিনেত্রীর সঙ্গে৷ ধীরে ধীরে ব্যক্তিগত সম্পর্কও তৈরি হয় দু’জনের৷ কিন্তু এমন কী ঘটনা ঘটল, যা অভিনেত্রী এবং সাংবাদিককে একে অপরের এত কাছাকাছি নিয়ে এল, তা নিয়েই এগোবে ‘ইংক’র চিত্রনাট্য৷ অভিনেত্রীর ভূমিকায় দেখা যাবে পাওলিকে৷

Advertisement

[বলিউডে ফিরছেন ঋতুপর্ণা, ছবির নাম কী?]

ঋত্বিক-পাওলি ছাড়াও ছবিতে দেখা যাবে প্রথম সারির একঝাঁক অভিনেতাকে৷ ঋত্বিক যে ইংরাজি দৈনিকের হয়ে সাংবাদিকতা করেন তার এডিটরের চরিত্রে দেখা যাবে গৌতম ঘোষকে৷ এছাড়াও ছবিতে থাকছেন অম্বরীশ ভট্টাচার্য, শংকর চক্রবর্তী এবং শতরূপা ঘোষকে৷ কবে ছবিটি মুক্তি পাবে, সে বিষয়ে এখনও কিছুই জানা যায়নি৷ এই ছবি নিয়ে অনুরাগীদের উৎসাহের শেষ নেই৷ এক্কেবারে অন্যরকম ভূমিকায় ঋত্বিক এবং পাওলিকে দেখার জন্য মুখিয়ে রয়েছেন সিনেপ্রেমীরা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement