Advertisement
Advertisement

Breaking News

অনুষ্ঠান থামিয়ে তরুণীর শ্লীলতাহানি রুখলেন পাক গায়ক

গায়ক আতিফ আসলামের এই কাজকে কুর্নিশ জানাচ্ছে গোটা বিশ্ব।

Pak Singer Atif Aslam jumped from stage To save woman from molestors
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 16, 2017 1:56 pm
  • Updated:January 16, 2017 2:03 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনুষ্ঠান চলছে পুরোদমে।  এমন সময় স্বয়ং গায়ক খেয়াল করলেন দর্শক আসনে এক তরুণীকে হেনস্তা করছে কয়েকজন যুবক। সেই পরিস্থিতিতেই দারুণ সিদ্ধান্ত নিলেন তিনি। মাঝপথে অনুষ্ঠান থামিয়ে দিয়ে ওই তরুণীর শ্লীলতাহানি ঠেকালেন তিনি। গায়ক আতিফ আসলামের এই কাজকে কুর্নিশ জানাচ্ছে গোটা বিশ্ব।

(যৌনতা নিয়ে স্বীকারোক্তির পর কাজল সম্পর্কেও বিস্ফোরক করণ)

Advertisement

প্রতক্ষ্যদর্শীরা জানাচ্ছেন, ঘটনা গত শনিবারের। করাচিতে একটি অনুষ্ঠান করছিলেন পাক গায়ক। অনুষ্ঠান চলাকালীন দর্শকদের মধ্যে একটি অস্বাভাবিক বিষয় তাঁর নজরে আসে। খেয়াল করে দেখেন কয়েকজন যুবক মিলে এক তরুণীকে উত্যক্ত করছে। তখনই তিনি তাঁর সহ-শিল্পীদের থামিয়ে দেন।  গান থামিয়ে সোজা ওই যুবকদের কাছে চলে যান।  প্রচণ্ড ধমক দিয়ে জানতে চান, ‘কখনও মেয়ে দেখোনি? তোমাদের ঘরে মা-বোন নেই?’  গায়কের এই চিৎকারে স্তম্ভিত হয়ে যান উপস্থিত শ্রোতারা।  চলে আসেন নিরাপত্তারক্ষীরাও। এরপরই ওই তরুণীকে তাঁরা নিরাপদ স্থানে নিয়ে যান।

(দাউদের সঙ্গে বসেছিলেন চায়ের আসরে, কবুল ‘খুল্লম খুল্লা’ ঋষির)

ঘটনা নিয়ে অবশ্য মুখে কুলুপ উদ্যোক্তাদের। তবে সোশ্যাল মিডিয়া মারফত এ খবর ছড়িয়ে পড়েছে।  গায়কের এই প্রয়াসকে কুর্নিশ জানাচ্ছে দেশ ও বিদেশের মানুষরা।

দেখুন সেই ভিডিও-

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement