Advertisement
Advertisement

নোট বাতিল ইস্যু! সেন্সর বোর্ডের তোপে বাংলা ছবি

মুক্তির আগেই সেন্সর বোর্ডের তোপের মুখে পড়ল ছবি৷

Pahlaj Nihalani-led CBFC stalls Bengali film 'Sunyota'
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 31, 2017 1:55 pm
  • Updated:March 31, 2017 3:58 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহিলাদের ব্যক্তিগত চাহিদা? দেখানো যাবে না৷ সেক্স? চলবে না৷ মন কি বাত? তাও নয়৷ এবার সেন্সর বোর্ডের ‘না’-এর তালিকায় ঢুকে পড়ল নোট বাতিল ইস্যুও৷

গত বছর ৮ নভেম্বর পুরনো ৫০০ এবং ১০০০ টাকার নোট বাতিলের কথা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ পুরনো নোট ব্যাঙ্কে জমা দেওয়ার হিড়িক পড়েছিল৷ রিজার্ভ ব্যাঙ্কের নতুন নতুন নিয়মের গেরোয় সাময়িক সমস্যায় পড়েছিলেন সাধারণ মানুষ৷ এবার সেই সময়ের ছবিই তুলে ধরা হচ্ছে বড় পর্দায়৷ কিন্তু মুক্তির আগেই সেন্সর বোর্ডের তোপের মুখে পড়ল ছবি৷

Advertisement

[স্নানের ছবি পোস্ট করে নেটদুনিয়ায় হইচই ফেললেন সানি]

আজ অর্থাৎ শুক্রবারই মুক্তি পাওয়ার কথা ছিল পরিচালক শুভেন্দু ঘোষের ছবি ‘শূন্যতা’র৷ কিন্তু ছবির বিষয়বস্তু নিয়ে প্রশ্ন তুলেছে সিবিএফসি৷ এই ধরনের ছবিকে কোন বিভাগে ফেলা হবে, তা নিয়ে বেশ সংশয়ে সেন্সর বোর্ডের প্রধান পহেলাজ নিহালনি৷ এমনকী বেশ কিছু জায়গায় কাঁচিও চালাতে চান তিনি৷ তাই আপাতত এই বাংলা ছবির মুক্তি বিশ বাঁও জলে৷ পরিচালক জানাচ্ছেন, তিনটি শর্ট ফিল্ম নিয়ে তৈরি হয়েছে তাঁর এই ছবি৷ যার মধ্যে প্রথম দুটিকে সবুজ সংকেত দিয়ে দেওয়া হয়েছে৷ সমস্যা হচ্ছে তৃতীয় পার্টটি নিয়ে৷ আর সেখানেই পরিচালকের প্রশ্ন, একই ইস্যু নিয়ে তৈরি ছবির প্রথম দুটি পার্টকে ছাড়পত্র দেওয়া হলেও শেষটি কেন ছাড়পত্র পাচ্ছে না৷

[ধর্ষণ কি শুধুই একটা শব্দ ‘মাত্র’? প্রশ্ন রবীনার]

এক সাংবাদিক বৈঠকে শুভেন্দু বলেন, “শুনলাম সিবিএফসি এখনও ঠিক করতে পারছে না, ‘শূন্যতা’কে কোন ক্যাটাগরিতে রাখবে৷ যদি তাঁদের মনে ছবির বিষয়বস্তু নিয়ে কোনও আপত্তি থাকে, সেক্ষেত্রে একে U/A বিভাগে ফেলতেই পারেন৷ ছবিতে নোট বাতিল নিয়ে কোনও পক্ষপাতিত্ব করা হয়নি৷ শুধুমাত্র সমাজের সাধারণ মানুষের সমস্যার কথাই তুলে ধরার চেষ্টা করা হয়েছে৷ কোনও রাজনৈতিক রংও চড়ানো হয়নি৷ তা সত্ত্বেও ছবি থেকে বেশ কিছু দৃশ্য ছেঁটে ফেলার কথা বলেছে সিবিএফসি৷”

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement