Advertisement
Advertisement

সার্জারি করে মুখের ভোলই পাল্টে ফেলেছেন আয়েশা

ক্লিক করে দেখুন তো চিনতে পারছেন কিনা নায়িকাকে?

OMG! Is this is Ayesha Takia?
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:February 25, 2017 4:22 am
  • Updated:August 17, 2021 3:41 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁর মিষ্টি চেহারার কদর হামেশাই ছিল বলিউডে৷ খোদ সলমন খানের ‘ওয়ান্টেড’ নায়িকা ছিলেন তিনি৷ কিন্তু বিয়ের পর আর সেভাবে ক্যামেরার সামনে আসেননি আয়েশা টাকিয়া৷ হ্যাঁ সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ ছিলেন বটে, কিন্তু বলিউডের শাটারবাগদের সামনে খুব একটা দেখা যায়নি নায়িকাকে৷

যদি এমন বহুতলের ফাঁদে আটকে যান কখনও!

Advertisement

সম্প্রতি এক ইভেন্টে দেখা মিলল নায়িকার৷ তবে বর্তমান আয়েশা টাকিয়াকে চিনতে পারা বেশ দুষ্কর৷ সৌজন্যে আয়েশার ঠোঁট সার্জারি৷ যার জেরে নায়িকার মুখই বদলে গিয়েছে৷ আর এই বদল দর্শকের চোখের পক্ষে খুব একটা সুখকর যে নয়, তা আপনি এই ছবি দেখলেই বুঝতে পারবেন৷

ayesha-takia_700x900_61487943874

সোশ্যাল মিডিয়ায় পোশাক নিয়ে কটূক্তির এমনই জবাব দিলেন দিশা

এমনিতে তো মিষ্টিই দেখতে ছিলেন অভিনেত্রী৷ বিয়ের আগে কাজকর্মও বেশ ভালই করতেন৷ ‘ওয়ান্টেড’-এর মতো হিট সিনেমা যেমন তাঁর ঝুলিতে রয়েছে, তেমনই রয়েছে সমালোচকদের প্রশংসা পাওয়া ‘ডোর’-এর মতো ছবি৷ তাহলে এমন ভীমরতি কেন হল নায়িকার? আয়েশার ছবি দেখার পর এই প্রশ্নই তুলেছেন দর্শকরা৷

Untitled-1

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement