Advertisement
Advertisement

Breaking News

‘একটা তারিখ নয়, বছরের প্রত্যেকটা দিন উপভোগ করুন’, বার্তা চূর্ণীর

কেন এমন বললেন অভিনেত্রী?

Official trailer release of 'Tarikh'
Published by: Sayani Sen
  • Posted:March 10, 2019 4:57 pm
  • Updated:March 10, 2019 4:57 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নির্দিষ্ট একটি ‘তারিখ’ নয়, বছরের প্রত্যেকটি দিনই জীবনকে উপভোগ করুন৷ সিনে অনুরাগীদের এমনই বার্তা দিলেন চূর্ণী গঙ্গোপাধ্যায়৷ এতক্ষণে নিশ্চয়ই বুঝে গিয়েছেন কেন এমন পরামর্শ দিলেন অভিনেত্রী৷ কারণ তাঁর পরিচালিত দ্বিতীয় ছবি ‘তারিখ’৷ যার ট্রেলার মুক্তি পেয়েছে সদ্যই৷ মাত্র ১ মিনিট ৭ সেকেন্ডের স্বল্পদৈর্ঘ্যের ট্রেলারটি নেটদুনিয়ায় বেশ সাড়া জাগিয়েছে৷

[‘সড়ক’ সিক্যুয়েলে নয়া চমক! কী থাকছে ছবিতে?]

ট্রেলারজুড়ে বেশ কয়েকটি তারিখের সমাবেশ৷ আর সঙ্গে রয়েছে জেনওয়াইয়ের সোশ্যাল মিডিয়ার প্রতি অমোঘ আকর্ষণের প্রতিফলন৷ আশপাশের মানুষদের কাছাকাছি না থাকতে পারলেও, ভারচুয়ালি একে অপরের পাশে রয়েছে একঝাঁক কিশোর-কিশোরী৷ ট্রেলারে সেভাবে কোনও চরিত্রকেই স্পষ্ট করে দেখানো হয়নি৷ রয়েছে টুকরো টুকরো কয়েকটি ঘটনা এবং তারিখের সমন্বয়৷ ট্রেলারে বুঝিয়ে দেওয়া হয়েছে কোনও নির্দিষ্ট দিন নয়, প্রতিটি দিনই জীবনকে সমানভাবে উপভোগ করুন৷ ট্রেলারের ভয়েস ওভার ঋত্বিক চক্রবর্তীর৷ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে শাশ্বত চট্টোপাধ্যায়, রাইমা সেনকে৷ একটি ছোট চরিত্রে দেখা যাবে কৌশিক গঙ্গোপাধ্যায়কে৷

Advertisement

TARIKH-TRAILER

[আগুন নিয়ে খেলতে রাজি, অক্ষয়ের আবেদন ‘বউকে বলবেন না প্লিজ..’]

চূর্ণীর পরিচালিত প্রথম ছবি ‘নির্বাসিত’৷ জাতীয় পুরস্কার জয়ী এই ছবির জন্য প্রশংসা পেয়েছিলেন তরুণ পরিচালক৷ চূর্ণীর পরিচালনায় আগামী ১২ এপ্রিল মুক্তি পেতে চলেছে ‘তারিখ’৷ আপাতত ছবি মুক্তির অপেক্ষায় দিন গুনছেন সিনেপ্রেমীরা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement