Advertisement
Advertisement

টাইম ট্রাভেলে প্রেম-বিচ্ছেদের খেলায় মাতলেন সিড-ক্যাট

প্রথমবার সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে অনস্ক্রিন জুটি বাঁধতে চলেছেন বলিউড ডিভা ক্যাট৷

official trailer of the film bar bar dekho, launched on wednesday
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 3, 2016 8:12 pm
  • Updated:August 3, 2016 8:12 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাল কী হবে সেই চিন্তা না করে প্রত্যেক মুহূর্তে জীবনকে উপভোগ করো৷ কারণ যে সময় একবার হাতের মুঠো থেকে বেরিয়ে যায়, তাকে তো আর ফিরিয়ে আনা যায় না৷ সিদ্ধার্থ-ক্যাটরিনা অভিনীত ‘বার বার দেখো’ ছবির প্রথম ট্রেলারের সারমর্ম মোটামুটি এটাই৷

13055380_106184490054

Advertisement

প্রথমবার সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে অনস্ক্রিন জুটি বাঁধতে চলেছেন বলিউড ডিভা ক্যাট৷ পরিচালক নিত্যা মেহরা তাঁর প্রথম ভেঞ্চারে যে মূলত যুবপ্রজন্মকেই টার্গেট করছেন, তা এই ট্রেলার থেকে স্পষ্ট৷ প্রেম থেকে বিয়ে, নায়ক-নায়িকার সমুদ্র-স্নাত শরীরী ভাষা থেকে নাইট ক্লাবের জমকালো পরিবেশ, সব মশলাই মজুত ছবিতে৷ ইতিমধ্যেই মুক্তি পাওয়া ‘কালা চশমা’ গানটি রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে৷ আর কী নতুন দেখা যাবে ছবিতে? ২০৩৪ সালে দুনিয়াটা ঠিক কেমন হবে, তাও হয়তো দর্শকদের দেখার সুযোগ করে দেবেন পরিচালক! সিদ্ধার্থের হাত ধরে কখনও অতীত আবার কখনও ভবিষ্যতে পাড়ি দিতে পারবেন সিনেপ্রেমীরা৷

53488170

তবে হ্যাঁ, এ ছবি দেখতে বসে বেশি মাথা ঘামিয়ে যুক্তি দিয়ে বুঝতে গেলে সমস্যায় পড়তে পারেন৷ মিষ্টি একটা লাভ-স্টোরি থেকে যা প্রত্যাশা করা যেতে পারে, গণ্ডি ততটাই থাক না আপাতত৷ আদপে কী হয়, তার জন্য তো ৯ সেপ্টেম্বর ছবির মুক্তি পর্যন্ত অপেক্ষা করতেই হবে৷ তারপর ছবি দেখে দর্শকরা সিদ্ধান্ত নেবেন একবার দেখবেন, নাকি বারবার৷

এবার দেখুন তো ছবির ট্রেলারে নতুন কী খুঁজে পাচ্ছেন৷

http://erosnow.com/#!/movie/watch/1055672/baar-baar-dekho?utm_source=HifiBanner&utm_medium=Paid&utm_campaign=BBDTrailer3816

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement