সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধর্ষণ কি শুধুই একটা শব্দ ‘মাত্র’? এই প্রশ্ন নিয়েই বড় পর্দায় ফিরে আসছেন রবীনা ট্যান্ডন। ‘মস্ত মস্ত’ গার্লের তকমাকে পিছনে ফেলে এবার তিনি তুলে ধরতে চলেছে বিদ্যার কাহিনি। ভারতীয় সমাজে এক ধর্ষিতা নারীর আত্মকথা। ধর্ষণ নামক শব্দের নৃশংসতার কথা। তার পরিণামের কাহিনি। সেলুলয়েডের ক্যানভাসে বর্তমানের কঠিন বাস্তবকে তুলে ধরেছেন অভিনেত্রী। দেখুন তারই ঝলক।
[গরমের আঁচে পুড়ছে দেশ, পশ্চিমবঙ্গের পাঁচ জেলায় তাপপ্রবাহের সতর্কতা]
নিজের এই ছবিকে কামব্যাক ফিল্ম বলতে নারাজ রবীনা। নয়ের দশকে প্রচুর ছবি করতেন ঠিকই, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তাঁর প্রায়োরিটি বেড়েছে। বেড়েছে দায়িত্বও। তাই এখন সিনেমা করেন শুধুমাত্র বিষয়বস্তু পছন্দ হলেই। ‘মাত্র’ তেমনই একটি বিষয়। ছবির বেশিরভাগটাই শুট হয়েছে দিল্লি এবং হরিয়ানায়। যেখানে ধর্ষণের হার সবচেয়ে বেশি। এই ধর্ষণ শুধুমাত্র নারী শরীরের নয়, এই ধর্ষণ তাঁর মনেরও। তাই তাকে সমাজের সামনে তুলে ধরা প্রয়োজন বলে মনে করেন অভিনেত্রী।
[বাংলাদেশে শুরু ‘অপারেশন ম্যাক্সিমাস’, চলছে গুলির লড়াই]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.